জেলা প্রতিনিধি: নড়াইল সদরে মাজেদ আলী খান ওরফে মাজে খান (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ
সোমবার (৫ আগস্ট) রাতে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মাজে খান বরাশুলা গ্রামের জাফর আলী খানের ছেলে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বরাশুলা এলাকায় মাজে খানকে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা
জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার অলোক কুমার বাগচী বলেন, মাজেদ আলী খানকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ব্যাপারে এখন কিছু বলতে পারছি না। পরে বিষয়টির ব্যাপারে জানাবো।
সান নিউজ/এএন