জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় ঢুকে হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (৪ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটে। এ ঘটনাটি পুলিশ সদর দপ্তর এবং সিরাজগঞ্জের এসপি আরিফুর রহমান মণ্ডল নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ঝিগাতলায় গুলিতে নিহত ১
সিরাজগঞ্জের এসপি আরিফুর রহমান মণ্ডল জানান, এই জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। এখন সেখানে সেনাবাহিনী কাজ করছে।
এরপর পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো ১টি বার্তায় বলা হয়, সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় সন্ত্রাসী হামলায় ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়াও কুমিল্লা জেলার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় হামলায় ১ পুলিশ সদস্য নিহত হয়েছেন।
অপরদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে সহিংসতায় সাংবাদিকসহ ৪জন নিহত হয়েছেন। রোববার দুপুরে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: ধৈর্যের শেষ সীমায় আ’লীগ
রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম তৌহিদ জানান, এই জেলায় সংঘর্ষের ঘটনায় রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জন মারা যায়। এরই মধ্যে ৩ জনকে মৃত অবস্থায় এবং ১ জনকে আহত অবস্থায় নিয়ে আসলে এখানে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ সময় নিহতদের মধ্যে রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল আমিন এবং ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার লিটন রয়েছেন। এছাড়া জাহাঙ্গীর আলম ও প্রদীপ কুমার নামে আরও ২জন আছেন। তাদের মধ্যে প্রদীপ কুমার দৈনিক খবর পত্র পত্রিকার স্থানীয় সাংবাদিক বলে জানা যায়।
সান নিউজ/এমএইচ