খেলা

ঢাকাকে বিদায় করে কোয়ালিফায়ারে চট্টগ্রাম 

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু বিপিএলের এলিমিনেটর ম্যাচে ঢাকা প্লাটুনকে ৭ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

টস হেরে আগে ব্যাট করে শাদাব খানের দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করে ঢাকা । জবাবে ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় চট্টগ্রাম।

ঢাকার দেয়া ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা চট্টগ্রামকে ঝড়ো শুরু এনে দেন জিয়াউর রহমান। একপ্রান্তে গেইল কচ্ছপ গতিতে খেলতে থাকলেও আরেক প্রান্তে ঝড় তোলেন জিয়া। দলীয় ৪২ রানের মাথায় ১২ বলে ২৫ রান করে ফেরেন তিনি।

এরপর ইমরুল কায়েসের ২২ বলে ৩২ ও ক্রিস গেইলের ৪৯ বলে ৩৮ রানের উপর ভর করে সহজ জয়ের দিকে এগিয়ে যায় চট্টগ্রাম। শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে ১৮তম ওভারে শাদাব খানের পরপর দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

১৪ বলে ৪ ছক্কায় ৩৪ রান করেন রিয়াদ। ১০ বলে ১২ রানে অপরাজিত থাকেন ওয়ালটন। শাদাব খান ৩২ রান খরচায় নেন ২ উইকেট।

এর আাগে, ঢাকাকে শুরু থেকেই চেপে ধরে চট্টগ্রামের বোলাররা। দলীয় ১৫ রানের মাথায় তামিমের (১০ বলে ৩) বিদায়ের পর থেকেই সাজঘরে ফেরার প্রতিযোগিতায় নামে ঢাকা। মুমিনুলের ৩১ রানের পরও মাত্র ৫২ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে প্লাটুনরা।

মাহেদী হাসান ৭ রান করলেও রানের খাতা খুলতে পারেননি তিন ব্যাটসম্যান এনামুল হক বিজয়, লুইস রিচি ও জাকের আলী। দলীয় ৬০ রানের মাথায় ফিরে যান নাসুম আলী (৫)।

এরপরই ম্যাচে কিছুটা প্রাণ ফিরিয়ে আনেন থিসারা পেরেরা ও শাদাব খান জুটি। তাদের ৪৪ রানের জুটি ভাঙেন রুবেল হোসেন। ১৩ বলে ২৩ রান করে ফেরেন পেরেরা।

তবে শেষের দিকে ঢাকার ত্রাতা হয়ে দাঁড়ান শাদাব খান। তার ৬৪ রানের সুবাদে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৪ রান তোলে ঢাকা।

চট্টগ্রামের রায়াদ এমরিত ৪ ওভারে ২৩ রান খরচায় নেন ৩ উইকেট। নাসুম আহমেদ ও রুবেল হোসেন দুই উইকেট নেন। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ২ ওভার হাত ঘুরিয়ে দেন মাত্র ৫ রান। বিনিময়ে নেন রিচির উইকেটটি।

এই জয়ে আসর থেকে ঢাকাকে বিদায় করে কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

দ্বিতীয় কোয়ালিফায়ারে বুধবার চট্টগ্রাম মাঠে নামবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধিপত্য বিস্তার নিয়ে নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে ও ম...

নতুন লুকে ‘গোঁফ’ নিয়ে হাজির শাকিব খান

শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসে; আর এতে দর...

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, কেউ নিয়ে যাবেন’– হাসপাতালের শিশু

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে সম্প...

ঘরোয়া লিগ না হওয়ায় ক্ষুব্ধ নেপালি ফুটবলারদের বিক্ষোভ

গত দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে নেপাল ফুটবলের 'এ' ডিভিশন লিগ। এ...

উত্তেজনা চাই না, কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিলেন রাজনাথ সিং

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, বাং...

রোববার থেকে সারাদেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ে রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে অনির্দি...

বিএনপির এক নেতা আরেক নেতাকে বললেন সন্ত্রাসের গডফাদার–চাঁদাবাজ 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌ...

দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন...

ভালুকায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করায় বিক্ষোভ

ময়মনসিংহের ভালুকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে প্রকাশ্যে লাঞ্ছিত করা, মুক্...

কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সন্ত্রাস বিরোধী আইনে মাদারীপুরের কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মো....

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা