খেলা

চার মাসের ইনজুরিতে সুয়ারেজ

সান নিউজ ডেস্ক:

হাঁটুতে আঘাত পেয়ে অন্তত চার মাসের জন্য মাঠের বাইরে থাকবেন বার্সেলোনা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। অর্থাৎ চলতি মৌসুমে ক্লাবের হয়ে আর মাঠে নামা হবে না তার।

গতকাল রোববার (১২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে খবরটা নিশ্চিত করেছে বার্সেলোনা। সুয়ারেজের হাঁটুতে অস্ত্রোপচার করা হবে এমন খবরে জেঁকে বসেছিল আশঙ্কাটা। তাই সত্যি হলো। দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলেন উরুগুয়ের ইতিহাসের সবচেয়ে সেরা এই স্ট্রাইকার। নির্দিষ্ট করে বললে চার মাস। মে মাসের আগে অন্তত ফেরা হচ্ছে না তার। অর্থাৎ মৌসুমের বাকি সময়টা হয়তো আর সতীর্থদের সঙ্গে ক্লাবের জার্সিতে দেখা যাবে না এই উরুগুইয়ান স্ট্রাইকারকে।

গতকাল অস্ত্রোপচার হয়েছে সুয়ারেজের হাঁটুতে। ডাক্তার র‍্যামন কুগাতের অধীনে এই অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পরেই ঘোষণা এসেছে, অন্তত চার মাস খেলতে পারবেন না তিনি। ফলে এই সময়টায় বার্সেলোনার আক্রমণভাগের দায়িত্ব সামলাতে হবে মেসি আর গ্রিজমানকেই। ওদিকে দলের ফরাসি উইঙ্গার ওসমানে ডেম্বেলেও বেশ কিছুদিন ধরে চোটের কারণে মাঠের বাইরে।

মৌসুমের এখনও অর্ধেক বাকি। বাকি মৌসুমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারবেন না সুয়ারেজ। এর মধ্যে রয়েছে নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের দুটি ম্যাচ, রিয়াল মাদ্রিদের বিপক্ষে একটি এল ক্লাসিকো, অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে একটি ম্যাচ। উরুগুয়ের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচও খেলতে পারবেন না সুয়ারেজ। নাপোলি-বাধা পেরিয়ে বার্সেলোনা যদি পরের রাউন্ডে উঠতে পারে, তবে সে ম্যাচগুলোতেও খেলা হবে না সুয়ারেজের। তবে বার্সেলোনা যদি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে পারে, সে ম্যাচে খেলার সম্ভাবনা আছে সুয়ারেজের। তবে সেটাও শতভাগ নিশ্চিত নয়।

এই মৌসুমে এ পর্যন্ত ২৩ ম্যাচ খেলে ১৪ গোল করেছিলেন সুয়ারেজ। ১১ গোল লিগে, বাকি তিন গোল চ্যাম্পিয়নস লিগে। সুয়ারেজ না থাকায় দলে নতুন আসা ফরাসি স্ট্রাইকার আতোয়াঁ গ্রিজমানের ওপর দায়িত্ব বেড়ে গেল আরও। অ্যাটলেটিকো থেকে আসার পর নিজেকে এখনো ঠিকমতো মেলে ধরতে পারেননি তিনি। সুয়ারেজের অনুপস্থিতির অর্থ, গ্রিজমানের জন্য নতুন এক সম্ভাবনার দ্বার খুলে যাওয়া। এখন গ্রিজমান এই সুযোগ কতটুকু কাজে লাগাতে পারেন, সেটাই দেখার বিষয়।

তবে ক্লাবের হয়ে না খেলতে পারলেও সুয়ারেজের জাতীয় দল উরুগুয়ের চিন্তা করার তেমন কারণ নেই। আগামী জুনে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার আগে সুয়ারেজ সুস্থ হয়ে মাঠে ফিরবেন, এমনটাই আশা করা হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবি আদায়ের লক্ষে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবি এবং শিক্ষক আন্দোলনে পুল...

এনসিপির দাবিকৃত ‘শাপলা’ প্রতীক নিতে চায় বাংলাদেশ কংগ্রেস

দলীয় প্রতীক হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’র দাবি করে...

গাজায় যুদ্ধবিরতি, শান্তির বার্তা ট্রাম্পের

প্রায় দুই বছর ধরে চলা গাজায় যুদ্ধ শেষ হয়েছে বলে মন...

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লার সীমান্ত এলাকায় পিকআপে থাকা প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও...

রিজভী-মির্জা আব্বাসসহ নাশকতা মামলায় অব্যাহতি পেলেন ১৬৭ জন

রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা নাশকতা মামলায় আদালত দায়মুক্তি দিয়েছে বিএন...

জাতীয় নির্বাচন হবে জনগণের ক্ষমতায়নের প্রাতিষ্ঠানিক রূপ

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন হবে ন্যায়বিচার ও জনগণের ক্ষমতায়...

হতাশ হয়ে এনসিপি নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলার প্রধান সমন্বয়ক মো. ফিরোজ আলমগীর দ...

ভোজ্যতেলের দাম লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বাড়লো

দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে। ব্যবসায়ীরা বোতলজাত সয়াবিন তেলের দাম...

এনসিপির দাবিকৃত ‘শাপলা’ প্রতীক নিতে চায় বাংলাদেশ কংগ্রেস

দলীয় প্রতীক হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’র দাবি করে...

বরিশাল বিপিএল খেললে তামিমও খেলবে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর আগামী ডিসেম্বর-জানুয়ারিতে মাঠে গড়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা