খেলা
আসনন্ন পাকিস্তান সফর

পাকিস্তানে শুধু টি-টোয়েন্টি খেলবে টাইগাররা


ক্রীড়া প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি। পাকিস্তানে শুধু টি-টোয়েন্টি খেলবে টাইগাররা

রোববার বোর্ডসভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, পাকিস্তানে খেলতে যাবে বাংলাদেশ। তবে সেখানে শুধু টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

বিসিবি প্রেসিডেন্টি আরো বলেন, ‘পাকিস্তান সফরের বিষয়ে নিরাপত্তা রিপোর্ট আমরা পেয়েছি। এটার পর যেটা লাগে তা হল সরকারের অনুমোদন। সেটার জন্য আমরা আবেদন করেছিলাম। সেখানে আমাদের ফুল সিরিজের শিডিউলটাই ছিলো। এখন পর্যন্ত কাগজটা আমাদের হাতে পৌঁছায়নি তবে একটা স্ক্রিনশট আমরা পেয়েছি। তারা বলছে, মধ্যপ্রাচ্যের এখন যে পরিস্থিতি তা অন্য যেকোনো সময়ের চেয়ে আলাদা। এই পরিস্থিতি সফর যতোটা সংক্ষিপ্ত করা সম্ভব সেটাই করতে বলেছেন।’

নাজমুল হাসান পাপন আরো যোগ করেন, 'উনারা (সরকারের পক্ষ থেকে) বলেছেন, টি-টোয়েন্টি তিনটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে খেলে চলে আসতে। পরে পরিস্থিতির উন্নয়ন হলে টেস্ট ম্যাচগুলো খেলা যাবে।'

সিদ্ধান্তের বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এরইমধ্যে জানিয়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

তবে টেস্ট সিরিজ খেলতে ইচ্ছুক বিসিবি। তবে সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে বলে জানান বিসিবি বস।

তিনি জানান, 'আমরা যে শিডিউলটা সরকারের কাছে দিয়েছি সেখানে টি-টোয়েন্টি সিরিজটা আগে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে সরকারও সাজেস্ট করেছে, তোমরা আপাতত টি-টোয়েন্টি সিরিজটা খেলে আসো। পরে টেস্ট খেলতে যেও।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা