খেলা

জিম্বাবুয়ে টি-টোয়েন্টিতে খেলবে না মুশফিক

ক্রীড়া প্রতিবেদক : সিনিয়র ক্রিকেটাররা চাইলে বিশ্রাম দেওয়ার বিবেচনা করা হতে পারে বলে ঘোষণা দিয়েছিলেন বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক। পরের দিনই জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে টেস্ট ও ওয়ানডেতে তিনি খেলবেন। বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এই খবর নিশ্চিত করেছেন।

লম্বা সময় ধরে বায়ো-বাবলে থাকায় খেলোয়াড়দের মধ্যে ক্লান্তি চলে এসেছে মনে করেন নান্নু। অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ব্যস্ত সূচির আগে ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার পক্ষে তিনি। এই নির্বাচক প্রধান বললেন, ‘মুশফিকুর আজ আমাকে ফোন করেছিল এবং জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে না খেলার কথা জানিয়েছে। আমরা এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেইনি কিন্তু এসব বিষয়ে তাদের সিদ্ধান্তকে আমাদের অবশ্যই শ্রদ্ধা জানাতে হবে।’

তিনি আরও বলেন,‘মুশফিক ক্রিকেট পরিচালনা বিভাগে চিঠি দেওয়ার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। যদি মুশফিক বিশ্রামে থাকার অনুমতি পায় তাহলে তাকে ছাড়া দল গোছাতে হবে।’

একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৯ ‍জুন জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ। ৭ জুলাই শুরু হবে সিরিজ। কোয়ারেন্টাইন শেষে ৩ জুলাই একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। অবশ্য কোয়ারেন্টাইন পাঁচ থেকে সাত দিনের হলে এই প্রস্তুতি ম্যাচ হবে না বলে মনে করা হচ্ছে।

৭ জুলাই হবে একমাত্র টেস্ট ম্যাচ। হারারে স্পোর্টস ক্লাবে তিনটি ওয়ানডে ১৬, ১৮ ও ২০ জুলাই। একই ভেন্যুতে তিন টি-টোয়েন্টি হবে ২৩, ২৫ ও ২৭ জুলাই।

প্রসঙ্গত, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের ব্যস্ত সূচি এবং জৈব সুরক্ষা বলয়ের কড়াকাড়িতে অনেক ক্রিকেটারই বেছে বেছে খেলছেন। এর আগে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরেছিলেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়...

শিক্ষকদের আন্দোলন: লক্ষ্মীপুরে দেড় ঘণ্টা পর পরীক্ষা শুরু

দেশব্যাপী চলছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন। লক্ষ্মীপুরেও শিক্ষকরা আ...

ধলেশ্বরী নদীতে রাতের অন্ধকারে যুবক গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের মালির পাথর এলাকায় ধলেশ্বরী নদীতে মঙ্...

মোরেলগঞ্জে সোনালি ধানের শীষে কৃষকদের স্বপ্ন ঝলমল করছে

উপকূলের খাদ্য শস্যভাণ্ডার নামে খ্যাত বাগেরহাটের মোরেলগঞ্জে আমন ধানের বাম্পার...

মুন্সীগঞ্জে থানা থেকে লুট হওয়া শর্টগান-কার্তুজসহ গ্রেপ্তার ১

সেনাবাহিনীর অভিযানে জুলাই গণঅভ্যুত্থানে মুন্সীগঞ্জ সদর থানা থেকে লুট হওয়া শর্...

সাবেক স্ত্রীকে নতুন করে বিয়ে করলেন আবু ত্বহা আদনান!

আলোচিত ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার সাবেক স্ত্রী সাবিকুন নাহা...

জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দাখিল

ছাত্রজনতার গণ-অভ্যুত্থানকালীন দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনাসংশ্লিষ্ট মোট ১...

কিশোরী ও তরুণদের শিক্ষা, কর্মসংস্থান নিয়ে ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে সিম্পোজিয়াম

কন্যাশিশু ও কিশোরীসহ তরুণদের শিক্ষা, দক্ষতা এবং তাদের জন্য সুযোগ প্রাপ্তির সম...

সেলফিন অ্যাপে যোগ হলো ভয়েস চালিত সেবা

ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপে চালু হলো দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক...

এবার ৫২৭ থানায় লটারিতে ওসি নির্ধারণ

নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা