গাজীপুর প্রতিনিধি:
বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের ভোগড়া, বাইপাস ও চান্দনা এলাকায় সকালে অন্তত ৪টি পোশাক কারখানার শ্রমিকরা।ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় সড়কে আটকে পড়ে জরুরি পণ্যবাহী ট্রাক।
শ্রমিকরা অভিযোগ করেন, করোনার এই সংকটের সময়েও খোলা রাখা হয়েছে কারখানা। কাজ করতে হচ্ছে রাত ১১টা পর্যন্ত। তারপরও বেতন পাচ্ছি না।
পুলিশ তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করলে এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে ও মটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.