কানাডা প্রতিনিধি:
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশে ১৫০০ মডেলের সেমি-অটোমেটিক রাইফেল কেনা-বেচা ও ব্যবহার নাগরিকদের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন।
২ মে শনিবার এক টুইটারে এবং ফেসবুকে তিনি এ ঘোষণা দিয়ে বলেন।
আগ্নেয়াস্ত্র জড়িত সহিংস অপরাধের ফলে সারাদেশে পরিবার ও সম্প্রদায়ের উপর ধ্বংসাত্মক প্রভাব পড়ছে। তাই এখন থেকে আর কেউ সামরিক-গ্রেডের কোনো অস্ত্র কেনা-বেচা, পরিবহন ও ব্যবহার করতে পারবে না।
ইতোপূর্বে আমেরিকার মতো কানাডায় নানা ধরনের আগ্নেয়াস্ত্র রাখা বৈধ ছিল। গত মার্চের শুরুতে করোনার কারণে লকডাউনের আগে ‘টরন্টোর আগ্নেয়াস্ত্রের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল।
জাস্টিনের এই সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন। অনেক কানাডিয়ান স্বস্থির নিঃশ্বাসও ফেলেছে। কারণ, অস্ত্র কখনোই শান্তি বয়ে আনে না।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.