সান নিউজ ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক)পরিচালক জালাল সাইফুর রহমান মারা গিয়েছেন।
আজ সকাল সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।
রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুদকের ওই পরিচালক। কয়েকদিন আগে জ্বর-সর্দি নিয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
দুদকের পরিচালক মারা যাওয়ার পর তার স্ত্রী ও ছেলেকে আইসোলেশনে নেওয়া হয়েছে। এ ঘটনায় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ শোক প্রকাশ করেছেন।
দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, ‘আজ সকালে জালাল সাইফুর রহমান মারা গেছেন।’
জালাল সাইফুর রহমান প্রশাসন ক্যাডারের ২২ তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। ২০১৭ সালের জুলাই মাসে দুদকের পরিচালক হিসেবে নিয়োগ পান তিন।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.