বিনোদন ডেস্ক:
বলিউডে কালো ছায়া নেমে এসেছে একের পর এক মৃত্যুতে। প্রথমে ইরফান খান আর ঠিক পরের দিন ঋষি কাপুর। মানুষ আতঙ্কিত!
এমন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় গতকাল খবর ছড়ায়, নাসিরুদ্দিন শাহ হাসপাতালে ভর্তি। অবশ্য নাসিরুদ্দিন নিজেই পরে সোশ্যাল মিডিয়ায় জানান, “যারা আমার স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন। ভাবছেন আমি হাসপাতালে তাদের জানাচ্ছি, আমি সম্পূর্ণ সুস্থ আছি।”
মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে নাসিরুদ্দিনের স্ত্রী রত্না পাঠকও বলেন, “আমরা সবাই ভাল আছি, ঠিক আছি।”
নাসিরের পুত্র ভিভান শাহ টুইটে জানান, “বাবার অসুস্থতা বা মৃত্যুর খবর সম্পূর্ণ মিথ্যা। বাবা ভাল আছেন। ইরফান ভাই আর চিন্টুজির জন্য প্রার্থনা করছেন। ওদের দু’জনকেই খুব মিস করছেন বাবা। ওদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।”
শুক্রবার (১ মে) সকালে নাসিরুদ্দিন শাহের ভাইজি সায়রা শাহ হালিম জানান, তার কাকা নাসিরুদ্দিন শাহ ভালো আছেন। কাকিমা রত্না পাঠক শাহের সঙ্গে বাড়িতেই রয়েছেন তিনি। নাসিরুদ্দিনের হাসপাতালে ভর্তি নিয়ে যে খবর ছড়ায়, তা অহেতুক গুজব ছাড়া অন্য কিছু নয় বলে স্পষ্ট জানান সায়রা।
শুক্রবার সকালে (১ মে) সায়রার বাবার সঙ্গে নাসিরুদ্দিন শাহের সঙ্গে কথা হয়েছে। মুম্বাইয়ের বাড়িতে নাসিরুদ্দিন শাহ সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন বলেই সংবাদমাধ্যমকে জানান বর্ষীয়ান অভিনেতার ভাইজি।
শুধু নাসিরুদ্দিন শাহ নয়, মিঠুন চক্রবর্তী, সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কেও অসুস্থতার যে গুজব ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় তাও সম্পূর্ণ ভিত্তিহীন।
সান নিউজ/আরএইচ
Newsletter
Subscribe to our newsletter and stay updated.