নিজস্ব প্রতিবেদক:
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে আছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান সা’দত হুসাইন।
গত ক'দিন ধরে সাবেক এই মন্ত্রিপরিষদ সচিবকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।
৭৩ বছর বয়সী সা’দত হুসাইনের শারীরিক অবস্থা এখন জটিল বলে জানিয়েছেন তার একমাত্র সন্তান শাহজেদ সা’দত।
শাহজেদ সা’দত জানান, গত সোমবার তার বাবাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইসিইউতে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান চিকিৎসক ওমর ফারুকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
অবস্থা ক্রিটিক্যাল ফেইজে রয়েছে জানিয়ে সবাইকে বাবার জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন শাহজেদ।
২০০২-২০০৫ সালে মন্ত্রিপরিষদ সচিব ছিলেন সা’দত হুসাইন। এরপর তিনি ২০০৭ থেকে ২০১১ দায়িত্ব পালন করেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.