বাণিজ্য

নাগালের বাইরে মুরগির দাম

সান নিউজ ডেস্ক: দফায় দফায় বাড়তে থাকা ব্রয়লার মুরগির দাম নতুন করে আরও বেড়েছে। ব্রয়লার মুরগির দামও চলে যাচ্ছে স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে। এক মাসের ব্যবধানে ৫০ থেকে ৬০ টাকা বেড়ে গরিবের আমিষের চাহিদা পূরণ করার অন্যতম উৎস এই ব্রয়লার মুরগির দাম এখন দুইশ টাকা ছুঁইছুঁই। তবে আমদানিতে শুল্ক প্র্রত্যাহারের ঘোষণার পরদিনই অস্থির হওয়া পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

শুক্রবার (১৫ অক্টোবর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ১৭৫ থেকে ১৮০ টাকায় বিক্রি হলেও এক দিনের ব্যবধানে ১০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে প্রতি কেজি ১৮৫ থেকে ১৯০ টাকায়। অথচ মাস খানেক আগেও এর দর ছিল ১২৫ থেকে ১৩০ টাকা।

ব্রয়লারের পাশাপাশি পাকিস্তানি কক, লেয়ার ও সোনালি জাতের মুরগির দামও বেড়েছে। বাজারে লেয়ার মুরগি ২৫০ থেকে ২৭০ টাকা, সোনালি মুরগি ৩৬০ টাকা, পাকিস্তানি কক ৩৪০ থেকে ৩৫০ টাকা এবং দেশি মুরগি বিক্রি হয়েছে ৬০০ থেকে ৬৫০ টাকায়।

কয়েক মাস ধরে মুরগির খাদ্যের প্রধান উপাদান সয়াবিন মিল রপ্তানির অজুহাতে দাম বেড়েছিল ব্রয়লারের। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) থেকে বন্ধ রয়েছে সয়াবিন মিল রপ্তানি।

দফায় দফায় কেন দাম বাড়ছে- জানতে চাইলে ব্যবসায়ীরা জানান, খামারিরা এখন করোনার ক্ষতি পুষিয়ে নিচ্ছেন, তাই দাম বাড়ছে। কাঁঠালবাগান বাজারের এক মুরগি ব্যবসায়ী বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্কুল-কলেজ খুলেছে, বিয়ে-শাদিসহ সব ধরনের অনুষ্ঠানের আয়োজন বাড়ছে। এতে মুরগির চাহিদাও বেড়ে গেছে। কিন্তু চাহিদার তুলনায় মুরগি সরবরাহ অনেক কম। তাই দাম বাড়ছে।

ব্যবসায়ীদের এসব যুক্তি মানতে নারাজ ভোক্তারা। তাদের অভিযোগ, খোঁড়া যুক্তি দেখিয়ে ব্যবসায়ীরা মানুষের পকেট কাটছে।

কারওয়ান বাজারে সাপ্তাহিক বাজার করতে আসা বেসরকারি এক চাকরিজীবী বলেন, এক সপ্তাহের ব্যবধানে ২০ টাকার মতো বেড়ে গেল ব্রয়লারের দাম। শুধু মুরগি নয়, বাজারে এমন কোনো পণ্য নেই, যার দামে বাড়েনি। তার অভিযোগ, ব্যবসায়ীরা সিন্ডিকেট করেই একের পর এক পণ্যের দাম বাড়াচ্ছেন।

এদিকে, উৎপাদন-বণ্টন ও ভোক্তাদের প্রতিনিধিত্বমূলক ব্যবস্থাপনার মাধ্যমে নিত্যপণ্যের যৌক্তিক দাম নির্ধারণের পাশাপাশি বাজার তদারকির দাবি জানিয়েছে অদলীয় রাজনৈতিক সামাজিক মঞ্চ নামের একটি সংগঠন।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পেঁয়াজের ওপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহার করায় বাজারে এর প্রভাব পড়েছে। ফলে কোনো কারণ ছাড়াই বাড়তে থাকা পেঁয়াজের দাম কমতির দিকে।

বাজারে দেশি প্রতি কেজি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা এবং আমদানি করা পেঁয়াজের কেজি ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আগের তুলনায় বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমছে বলে জানান কারওয়ান বাজারের পেঁয়াজের আড়তদার খলিল মিয়া।

তবে বাজারে শীতকালীন কিছু সবজি এলেও দাম চড়া। অধিকাংশ সবজির দাম ৫০ থেকে ৬০ টাকা। কিছুটা কমে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। এ ছাড়া কাঁচামরিচ প্রতি কেজি ১২০ থেকে ১৬০ টাকায় বিক্রি হতে দেখা যায়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্মরণকালের রেকর্ডসংখ্যক মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

মরহুমা কারও থেকে ঋণ নিয়ে থাকেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন: তারেক রহমান

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ককটেলসহ ৩ জন আটক

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামে সহিংসতা ও...

সাতবাড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

যশোর জেলার কেশবপুরে সাতবাড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক...

মুন্সীগঞ্জ-১ আসনে দুইজনের মনোনয়নপত্র বাতিল

মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাত...

মোরেলগঞ্জ প্রেসক্লাবে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, তিনবারের...

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে এক হাজার নতুন ট্রেইনি অ্যাসিস্ট্যান্...

ফেনীতে প্রাথমিকে শতভাগ বই এলেও মাধ্যমিকে অর্ধেকেরও কম সরবরাহ

নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও এবারও বছরের প্রথম দিনে শতভাগ বই পাচ্ছে না শিক্ষার্থ...

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা-ভাঙচুর

মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে বৃহস্পতিবার (১ জানুয়া...

পানছড়িতে বিজিবি'র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে কর্তন করা ৬২.৪৬ ঘনফুট সেগুনকাঠ জব্দ করেছে বর্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা