নিজস্ব প্রতিবেদক: দেশে সোনার দাম এযাবতকালে সর্বোচ্চ বেড়ে নতুন রেকর্ড গড়লো। এবার প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে সর্বোচ্চ ১৭৫০ টাকা। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ১৫ হাজার ৮২৪ টাকা। নতুন দাম আজ থেকে কার্যকর হবে।
আরও পড়ুন: ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ের আভাস
শনিবার (৬ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১০ হাজার ৫৭৫ টাকা, ১৮ ক্যারেটের ৯৪ হাজার ৭৭০ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ৭৮ হাজার ৯৬৫ টাকায় বিক্রি করা হবে।
আরও পড়ুন: সোমবার চাঁদ দেখার আহ্বান সৌদির
তবে সোনার দাম বাড়ানো হলেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২১০০ টাকা, ২১ ক্যারেটের ২৬১৮ ক্যারেটের ১৭১৫ ও সনাতন পদ্ধতির রুপার দাম ১২৮৩ টাকা।
গতকাল ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৪ হাজার ৭৪, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮ হাজার ৮৮৩, ১৮ ক্যারেটের ৯৩ হাজার ৩১২ ও সনাতন পদ্ধতির সোনা ৭৭ হাজার ৭৯৯ টাকায় বিক্রি হয়।
সান নিউজ/এনজে