মোহামেদ সালাহ (ছবি: সংগৃহীত)
খেলা

সালাহর গোলে জয় পেল লিভারপুল 

স্পোর্টস ডেস্ক: রবের্তো ফিরমিনো ও মোহামেদ সালাহর অসাধারণ গোলে জয়ে ফিরেছে লিভারপুল। সান সিরোয় বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ২-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় লিভারপুল। ফিরমিনো দলকে এগিয়ে নিলে পেনাল্টি ডি বক্সের কাছ থেকে শট করে গোল করেন সালাহ।

এদিকে গোলশূন্য কাটে প্রথমার্ধ। বল দখলে প্রায় সমানে সমান ছিল দুই দল। তবে গোলের উদ্দেশ্যে শট বেশি নেয় লিভারপুল। তাদের ৯টির বিপরীতে ইন্টার তিনটি শট নিলেও কারোর শটেই গোল আসেনি।

খেলার সাট মিনিটের মাথায় প্রতিপক্ষের ডিবক্সে বল পেয়ে যান মোহামেদ সালাহ। তবে গোল করতে ব্যর্থ হন সালাহ।

ম্যাচের ১০ মিনিটে একটি সুযোগ পান ইন্টার মিলানের হাঁকান কালহানোগ্লু। সতীর্থ ইভান পেরিসিচের ক্রস ডিবক্সে পেয়ে শট নিলেও ক্রসবারে লেগে মাঠে ফেরে বল।

অপরদিকে বল ক্লিয়ার না করে ৩০ এবং ৩৩তম মিনিটে দুবার গোলরক্ষককে ব্যাকপাস দিয়ে বিপদ ডেকে আনতে যাচ্ছিল ইন্টার। কোনোরকম বেঁচে যায় তারা।

ম্যাচের ৪০তম মিনিটে সুযোগ আসে লাউতারো মার্টিনেসের সামনে। তবে শট নিতে একটু সময় নিলে সেই সুযোগে দলকে রক্ষা করেন অ‍্যান্ডি রবার্টসন। পরের মিনিটে কর্নারে সবার ওপরে লাফিয়ে হেড করলেও গোল করতে পারেনি স্বাগতিকদের মিলান স্ক্রিনিয়ার।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে লিভারপুলকে চেপে ধরে ইন্টার মিলান। ৬০তম মিনিটে বল জালেও পাঠায় তারা। কিন্তু এদিন জেকো অফসাইডে থাকায় গোল দেননি রেফারি। অনেকটা খেলার ধারার বিপরীতেই ৭৫তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। রবার্টসনের কর্নারে চমৎকার হেডে দূরের পোস্ট দিয়ে গোল করেন বিরতির সময় বদলি হয়ে নামা ফিরমিনো।

ম্যাচের ৮৩তম ব‍্যবধান গোল করেন সালাহ। ট্রেন্ট অ‍্যালেক্সজান্ডার-আর্নল্ডের কাছ থেকে বল পেয়ে গোলের জন‍্য শট নেন মিশরের এই স্ট্রাইকার। ইন্টারের একজনের গায়ে লেগে একটু দিক পাল্টে বল জড়ায় জালে। পরে বাকি সময়ে গোলের দেখা পায়নি কোনো দলই।

আরও পড়ুন: ফাইনালে কুমিল্লা

আগামী ৮ মার্চ অ‍্যানফিল্ডে হবে ফিরতি পর্বের লড়াই। এই জয়ের ফলে টেবিলে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে গেল লিভারপুল।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির ভিডিও ভাইরাল, এনসিপি নেতাকে শোকজ

চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন বন্ধ করতে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ...

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান বাংলাদেশের বোয়িং

ইতালির রোমে আটকা পড়েছে বিমানের একটি বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজ।বিমানটিতে ২...

বাংলাদেশে জার্মানির নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ

বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ আনুষ্ঠানিকভাবে দায়িত...

নির্বাচন কমিশন অভিমুখী মিছিল থেকে রাহুল–প্রিয়াঙ্কা আটক

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক...

গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার ৪ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আল–জাজিরার চার সাংবাদিক নিহত হয়েছেন...

ইভিএম বাতিল, ফিরছে ‘না’ ভোট

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বাতিল করে ‘না’ ভোটের বিধান ফিরি...

অবহেলায় শিক্ষা খাত, সংস্কারে কমিশনও করা হয়নি

অন্তর্বর্তী সরকারের এক বছরে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান পরিবর্তন হ...

ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়ার ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চ...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মা...

রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: আসক

রংপুরে তারাগঞ্জ উপজেলা এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা