খেলা

দাবায় ভারতকে ধরাশয়ী বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ একের পর এক চমক দেখিয়ে চলছেন। ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা’র প্রথম রাউন্ডেই ভারতীয় গ্র্যান্ডমাস্টার দীপ সেনগুপ্তকে হারিয়েছেন তিনি। সবার নজর এখন নাসিরের দিকে।

নাসির সাদা ঘুঁটি নিয়ে দীপের বিপক্ষে ইংলিশ ওপেনিংয়ে খেলা শুরু করেন। পরবর্তীতে এন্টি ক্যাটালান ডিফেন্স ধারায় খেলে ৯০ চালে এসে জয়ী হন।

বাংলাদেশ নৌবাহিনীর দাবাড়ু নাসির অবশ্য এর আগে একবার ঢাকায় মুখোমুখি হয়েছিলেন দীপ সেনগুপ্তের। সেবার হারলেও কাল ঠিকই হারিয়েছেন দীপকে। নাসিরের ফিদে রেটিং ২১৮৫। আর দীপের ২৫২৭।
এমন বড় মাপের গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে আত্মবিশ্বাসী নাসির বলেন, গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে আমার আত্মবিশ্বাস অনেক বেড়েছে। আশা করি জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখব। এভাবে খেলতে পারলে হয়তো আন্তর্জাতিক মাস্টারের প্রথম নর্মটা এই টুর্নামেন্টেই পেয়ে যেতে পারি।

বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও এনামুল হোসেনও প্রত্যাশিত জয় পেয়েছেন প্রথম রাউন্ডে। জিয়াউর রহমান বাংলাদেশের স্বর্ণাভো চৌধুরীকে আর রাজীব হারিয়েছেন দেলোয়ার হোসেনকে। ব্যক্তিগত কারণে দেশের অন্য তিন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, রিফাত বিন সাত্তার ও আবদুল্লাহ আল রাকিব শেষ পর্যন্ত এই টুর্নামেন্টে খেলছেন না। তবে বিদেশি সাত গ্র্যান্ডমাস্টার এতে খেলছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ঢাকায় কাল শুরু হয়েছে এই টুর্নামেন্ট। সর্বশেষ ২০০৯ সালে ঢাকায় হয়েছিল আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট। প্রায় ১২ বছর পর আবারও বড় পরিসরের এই টুর্নামেন্টে খেলছেন ইরান, বেলজিয়াম, ইউক্রেন, কিরগিজস্তান, চেক প্রজাতন্ত্র, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশের ৬০ দাবাড়ু। ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতির এই টুর্নামেন্টের আর্থিক পুরস্কার ১৫ হাজার মার্কিন ডলার।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা