খেলা
‘ক্লাসিক’ লড়াই

মোহনবাগানের বিপক্ষে মাঠে নামছে বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক: আবারো একটা অলিখিত ‘ক্লাসিক’লড়াই দেখতে পাবে দুই দেশ। এ দ্বৈরথ দেখতে মুখিয়ে আছে ফুটবলপ্রেমীরা। বলছি বাংলাদেশের রাজা বনাম ভারতের ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগানের কথা। আন্তঃআঞ্চলিক পর্বের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে দুই দেশের দুই ক্লাব একে অপরের মুখোমুখি লড়াই হবে।

আজ মঙ্গলবার (২৪ আগস্ট) বাংলাদেশ সময় বিকাল ৫টায় মালদ্বীপের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে দু'দলের এ ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মোহনবাগান। আর একটি করে জয় ও ড্রয়ে চার পয়েন্ট নিয়ে দুইয়ে কিংস। আর জিতলে সাত পয়েন্ট নিয়ে কিংস চলে যাবে পরের রাউন্ডে।

এএফসি কাপের ডি-গ্রুপের হিসেবটা সহজ। ম্যাচটা ড্র হলে ইন্টার জোনাল সেমি ফাইনালে চলে যাবে মোহনবাগান। আর জিতলে সাত পয়েন্ট নিয়ে কিংস চলে যাবে পরের রাউন্ডে।

বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন জানান, ‌'পুরো মৌসুমে আমরা দুর্দান্ত খেলেছি। ওদের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই আমরা। সুযোগ আসবেই। মাঠে সেটা কাজে লাগাতে পারলে পরের পর্বে যাওয়া অসম্ভব নয়।‌'

মোহনবাগানের কোচ অ্যান্তোনিও হাবাস বলেন, ‌'বসুন্ধরা টানা খেলার মধ্যে রয়েছে। আমরা সেটা পারিনি। কিন্তু তাই বলে মোটেও পিছিয়ে নেই আমরা। বরং টানা খেলার কারণে ওদের ফুটবলাররা ক্লান্ত থাকবে। সে সুযোগটা নিতে চাই‌'

বসুন্ধরা কিংসের অধিনায়ক তপু বর্মন বলেন, ‘এটা অনেক বড় ম্যাচ। কারণ এই ম্যাচটা নির্ধারণ করে দিচ্ছে কে যাবে পরের রাউন্ডে। এটা বাংলাদেশ-ভারত ম্যাচ হয়ে গেছে। তারা ভারতের সর্বোচ্চ লিগের চ্যাম্পিয়ন। আমরাও তাই। আশা করছি এই ম্যাচের উত্তাপ ভালোভাবে সামলে নিয়ে জিততে পারব আমরা।’

এ ম্যাচে ড্র করলে পরের রাউন্ডে চোখ বুঝে চলে যাবে মোহনবাগান। তবে ড্র নয় বরং জেতার হুংকার ছেড়েছেন দলটির ডিফেন্ডার শুভাশিষ বোস।

তিনি বলেন, ‘বাংলাদেশ আর কলকাতার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা আমরা সবাই জানি। বাঙালির ভেতরে আলাদা খাতিরতো আছেই। মাঠে একে অপরের সঙ্গে খেলা। ওদের হারিয়ে আমাদের জিততে হবে। বাংলাদেশের বসুন্ধরাকে হারাতে আমরা শতভাগ দিতে প্রস্তুত।’

এই ম্যাচ দুই স্প্যানিশ কোচের লড়াইয়েও পরিণত হয়েছে। ভারতের লিগ আইএসএলে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করান স্পেনের সাবেক খেলোয়াড় ও বর্তমানে কোচ আন্তোনিও হাবাস। আর বাংলাদেশের সর্বোচ্চ লিগে কিংসকে চ্যাম্পিয়ন করিয়েছে অস্কার ব্রুসন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাতবাড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

যশোর জেলার কেশবপুরে সাতবাড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক...

মুন্সীগঞ্জ-১ আসনে দুইজনের মনোনয়নপত্র বাতিল

মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাত...

পানছড়িতে বিজিবি'র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে কর্তন করা ৬২.৪৬ ঘনফুট সেগুনকাঠ জব্দ করেছে বর্ডা...

ভালুকায় পোশাক শ্রমিক দিপু হত্যাকাণ্ডের মূলহোতা অনিক গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস (৩৫)–কে নির্মমভাবে হত্য...

জিয়া উদ্যানের প্রবেশমুখ খুলে দেওয়া হয়েছে, কবর জিয়ারতে সর্বস্তরের মানুষ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করতে জিয়া উদ্...

মোরেলগঞ্জ প্রেসক্লাবে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, তিনবারের...

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে এক হাজার নতুন ট্রেইনি অ্যাসিস্ট্যান্...

ফেনীতে প্রাথমিকে শতভাগ বই এলেও মাধ্যমিকে অর্ধেকেরও কম সরবরাহ

নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও এবারও বছরের প্রথম দিনে শতভাগ বই পাচ্ছে না শিক্ষার্থ...

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা-ভাঙচুর

মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে বৃহস্পতিবার (১ জানুয়া...

পানছড়িতে বিজিবি'র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে কর্তন করা ৬২.৪৬ ঘনফুট সেগুনকাঠ জব্দ করেছে বর্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা