খেলা

ফেসবুকের সমালোচনা হজম হচ্ছে না বাফুফের

নিজস্ব প্রতিবেদক: আগের সেই জনপ্রিয়তা নেই বাংলাদেশের ফুটবলে। একটা সময় এমন ছিলো যে আবাহনী ও মোহামেডানের ম্যাচ। তা দেখতে কয়েক ঘন্টা আগে থেকে ছিলো দর্শকদের লাইন। ঘরোয়া ফুটবলে দর্শক না হলেও জাতীয় দলের ম্যাচে এখনো অনেক আকর্ষণ রয়েছে দেশের ফুটবলপ্রেমীদের। নানা কারণে সশরীরে মাঠে উপস্থিত না থাকতে পারলেও টিভির পর্দায় ও সামাজিক মাধ্যমে নজর রাখেন ফুটবলপ্রেমীরা।

সাইফ স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস ঘরোয়া ফুটবলের প্রিমিয়ারে আসার পর ঘরোয়া ফুটবলেও তরুণ শিক্ষিত প্রজন্ম ফুটবলের দিকে ঝুঁকেছেন কিছুটা। এরা মাঠে সেভাবে না এলেও সামাজিক মাধ্যমে বাংলাদেশের ফুটবল নিয়ে খুব সরব থাকেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেজে তারা অধিকাংশ সময় তাদের মতামত ব্যক্ত করা থেকে বঞ্চিত হচ্ছেন। বাফুফের পেজে অধিকাংশ পোস্টে শুধু লাইক ও শেয়ার অপশন কোনো মন্তব্যের অপশন থাকে না।

বিশেষ করে বাফুফের যে সকল সিদ্ধান্ত বা কর্মকান্ড সমালোচনা বা মিশ্র প্রতিক্রিয়া থাকে সে পোস্টগুলোর মতামত বিভাগ বন্ধ করা থাকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও অন্যান্য প্রতিযোগিতামুলক খেলার পোস্টগুলোতে মন্তব্যের অপশন খোলা থাকে মাঝে মধ্যে।

সারা বিশ্বে বড় বড় ফুটবলারদের ফেসবুক পেজ ভক্তদের মন্তব্যের জন্য উন্মুক্ত থাকে। বাফুফে যে কোনো বিষয়ে ফিফা-এএফসির দিকে বল ঠেলে দেয়। সেই ফিফা এএফসির অফিসিয়াল ফেসবুক পেজ সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের জন্য উন্মুক্ত।

ফুটবলপ্রেমীরা মন্তব্যের অপশনে কড়া সমালোচনা, ব্যাঙ্গাত্মক মন্তব্য করেন অনেক ক্ষেত্রে কিন্তু ফিফা-এএফসি ফুটবলপ্রেমীদের মতামত প্রকাশের অপশনে বাধা দেয়নি কখনো। সেখানে বাফুফে হাটছে বিকল্প পথে।

বাংলাদেশেও বিভিন্ন ক্রীড়া সংস্থা, ক্রীড়া,রাজনৈতিক ব্যক্তিবর্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ চালান। সেখানেও মন্তব্যের সুযোগ অবারিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামাজিক পেজে ক্রিকেট প্রেমীরা পোস্টের বিপরীতে নানা মতামত, ধারণা, অনুমান ও সমালোচনা তুলে ধরছেন।

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার পেজেও অনেক ফুটবলপ্রেমী কড়া সমালোচনা করলেও তিনি মন্তব্য অপশন বন্ধ রাখেননি। বাফুফে সমালোচনা থেকে বাঁচতেই এ অভিনব কৌশল। যেটা অনেকভাবে শিক্ষিত তরুণ সমাজকে ফুটবল থেকে দূরে ঠেলে দিচ্ছে ধীরে ধীরে।

তরুণ প্রজন্মের অনেকেই বাংলাদেশের ফুটবল ভালোবেসে বিভিন্ন নামে ফুটবলের বিভিন্ন গ্রুপ খুলেছে। সেই গ্রুপগুলোতে মেডিকেল, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনেক সচেতন শিক্ষার্থী বাংলাদেশের ফুটবলের ইতিহাস, সম্ভাবনা সংকট, এশিয়া ও ইউরোপের সঙ্গে তুলনামূলক আলোচনা করেন।

বাফুফের অফিসিয়াল পেজে এই মন্তব্য হলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মানুষের ফুটবল নিয়ে ভালোবাসা প্রকাশ পেত। এখন বিশ্বের ফুটবলপ্রেমীরা কোনো দেশের ফুটবল অনুসরণ করলে সেই দেশের ফেডারেশনের পেজ ফলো করেন। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের সমালোচনার ভয়ে মন্তব্য বন্ধ রাখায় আন্তর্জাতিক অনেকেও মন্তব্য করতে পারছেন না।

বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজ আগে তেমন সক্রিয় ছিল না, হালনাগাদও থাকতো না তেমন। গত এক বছরে অবশ্য পরিস্থিতিটা বদলেছে। নিয়মিত 'আপডেট' আসছে ফেসবুক পাতায়। অনেকটা সময় পেরিয়ে গেলেও বাফুফের পেজে লাইক ও অনুসারীর সংখ্যা ৩ লাখ ছুঁয়েছে মাত্র।

যেটা এত জনসংখ্যা বহুল ফুটবলপ্রেমী দেশে খুব কম। বাফুফে পেজ পরিচালিত হয় তৃতীয় একটি পক্ষের মাধ্যমে। বাফুফের প্রশাসনিক কর্মকর্তারা তথ্য সরবারহ ও নির্দেশনা দিয়ে থাকেন। বাফুফে নির্বাচিত কর্মকর্তাদের এ পেজে সক্রিয়তা ও সম্পৃক্ততা নেই।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পেহেলগাম হামলার প্রতিশোধ নিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদী

কিছুদিন আগে কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় বহু সৈন্য প্রাণ হার...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ বুধবার (...

"আমি এখন আমেরিকা চালাই, পৃথিবীও চালাই" : ট্রাম্পের দাবির তাৎপর্য

সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিতর্কিত মন্তব্য নতুন...

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা