খেলা

তিন ম্যাচ পর ইপিএলে জয় পেল চেলসি

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে ফুলহামের বিপক্ষে মাঠে নামার আগে টানা তিন ম্যাচ জয়হীন ছিল চেলসি। অবশেষে ফুলহামের মাঠে মেসন মাউন্টের গোলে ১-০ ব্যবধানে জয় পেল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি।

ফুলহামের মাঠে আধিপত্য ছিল ল্যাম্পার্ডের শিষ্যদেরই। বল পায়ে রেখে একের পর এক আক্রমণ করেও যখন গোলের দেখা মিলছিল না তখন শঙ্কা দেখা দিয়েছিল আবারও পয়েন্ট হারানোর। তবে না শেষ পর্যন্ত আর পয়েন্ট হারায়নি চেলসি, মেসন মাউন্টের করা একমাত্র গোলটিই তিন পয়েন্ট এনে দিয়েছে ব্লুজদের।

এর আগে যদিও প্রথমার্ধের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে ফুলহামের অ্যান্তোনি রবিনসন। অর্থাৎ দ্বিতীয়ার্ধের পুরোটা একজন কম নিয়ে খেলে স্বাগতিক দল।

শেষ ছয় রাউন্ডের চারটিতে হারা চেলসি ২৩তম মিনিটে এগিয়ে যেতে পারতো। ডি-বক্সের বাইরে থেকে হাকিম জিয়াশের জোরালো শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক আলফুঁস আরিওলা। দুই মিনিট পর ভাগ্যের ফেরে গোল পায়নি সফরকারীরা। ছয় গজ বক্সের সামনে থেকে মাউন্টের শট ফেরে ক্রসবারে লেগে। পরের মিনিটে কর্নারে আন্টোনিও রুডিগারের হেড ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে ফেরান আরিওলা।

৪২তম মিনিটে প্রথমার্ধের সবচেয়ে ভালো সুযোগটা পান ফুলহ্যামের ইভান কাভালেইরো। সতীর্থের পাস ছয় গজ বক্সের সামনে ফাঁকায় পেয়েও অবিশ্বাস্যভাবে বাইরে দিয়ে মারেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

বিরতির আগে বড় এক ধাক্কা খায় স্বাগতিকরা। চেলসির ডিফেন্ডার সেসার আসপিলিকুয়েতাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার অ্যান্তনি রবিনসন।

৭৮তম মিনিটে জয়সূচক গোলটি করেন মাউন্ট। বেন চিলওয়েলের ক্রস গোলরক্ষক ফেরানোর পর ডি-বক্সে বল পেয়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন এই ইংলিশ মিডফিল্ডার। যোগ করা সময়ে গোলরক্ষককে একা পেয়েও বাইরে মেরে হতাশ করেন টিমো ভার্নার।

প্রিমিয়ার লিগে নিজেদের ১৮ ম্যাচে এটি তাদের আট নম্বর জয় সাথে ও পাঁচ ড্র আর পাঁচ হারে ২৯ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এসছে চেলসি। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে আছে ফুলহাম। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড শীর্ষে, ৩৩ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে লিভারপুল আর দুইয়ে উঠে এসেছে লেস্টার সিটি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির ভিডিও ভাইরাল, এনসিপি নেতাকে শোকজ

চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন বন্ধ করতে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ...

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান বাংলাদেশের বোয়িং

ইতালির রোমে আটকা পড়েছে বিমানের একটি বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজ।বিমানটিতে ২...

বাংলাদেশে জার্মানির নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ

বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ আনুষ্ঠানিকভাবে দায়িত...

নির্বাচন কমিশন অভিমুখী মিছিল থেকে রাহুল–প্রিয়াঙ্কা আটক

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক...

গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার ৪ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আল–জাজিরার চার সাংবাদিক নিহত হয়েছেন...

ইভিএম বাতিল, ফিরছে ‘না’ ভোট

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বাতিল করে ‘না’ ভোটের বিধান ফিরি...

অবহেলায় শিক্ষা খাত, সংস্কারে কমিশনও করা হয়নি

অন্তর্বর্তী সরকারের এক বছরে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান পরিবর্তন হ...

ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়ার ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চ...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মা...

রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: আসক

রংপুরে তারাগঞ্জ উপজেলা এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা