বল ছাড়া বাকি সবকিছুতেই ভয় পান রাসেল
খেলা

বল ছাড়া বাকি সবকিছুতেই ভয় পান রাসেল

স্পোর্টস ডেস্ক :

ক্রিকেট মাঠে বর্তমান সময়ের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। ব্যাট হাতে উইকেটে নামার পর তার একটাই কাজ, বোলারদের তুলোধুনো করা। ক্রিকেট বলকে ছাতু বানানোর বিশেষ পারদর্শিতা দেখা যায় এই ক্যারিবীয় অলরাউন্ডারের ব্যাটে। আইপিএলের ২০১৯ সালের আসরে ৫২টি ছক্কা হাঁকিয়েছিলেন রাসেল, দুইশর বেশি স্ট্রাইকরেটে করেছিলেন ৫ শতাধিক রান।
অথচ এই রাসেলই কি না ক্রিকেট বল ছাড়া বাকি সবকিছুতেই ভয় পান, এমনটাই দাবি খোদ তার দল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিকের।

ভারতীয় ক্রিকেট দলের তারকা অফস্পিনার দীনেশ কার্তিকের সঙ্গে এক লাইভ আড্ডায় এ কথা জানিয়েছেন কার্তিক। এ সময় রাসেলকে বোলিং করার টিপসও চেয়েছিলেন অশ্বিন। তবে সে অর্থে কোনো পরামর্শ দিতে পারেননি কার্তিক।

নিজের ইউটিউব শো হেলো দুবাইয়ে দীনেশ কার্তিককে আমন্ত্রণ জানিয়েছিলেন অশ্বিন। সেখানে তিনি কার্তিকের কাছে জানতে চান, ‘রাসেলকে বোলিং করার উপায় কী? তার ব্যাটে ঠিকমতো না লাগলেও সেটি বাউন্ডারি থেকে ৮-১০ মিটার দূরে গিয়ে পড়ে। এমনকি স্বাভাবিক ছক্কা মারলেও সীমানা থেকে ১৫ মিটার দূরে যায়। আর যেটা বড় ছক্কা হয়, সেটা সরাসরি মাঠের বাইরে! এমন হলে প্রতিপক্ষ অধিনায়ক তাকে কীভাবে বোলিংয়ের পরিকল্পনা করবে?’

এসময় মজা করে কার্তিক উত্তর দেন, ‘প্রথমত ঈশ্বরের কাছে প্রার্থনা করো, তারপর তার কাছে মানত করো। তারপর দোয়া করো যেন, সে (রাসেল) খারাপ মুডে থাকে। এরপর ম্যাচের উইকেট, কন্ডিশনও একটা বিষয়। ওকে হেঁটে ভেতরে যেতে দেখাও একটা ভয়ানক অভিজ্ঞতা। সে রেসলারের মতো ভেতরে যায়। সে দুর্দান্ত একটা চরিত্র। তার মাসল এবং সবমিলিয়ে দেখতে পুরো মিক্সড মার্শাল আর্ট ফাইটারের মতো মনে হয়।’

তবে ক্রিকেট বল ছাড়া যে বাকি সবকিছুতেই রাসেলের ভয়, সেটিও মনে করিয়ে দিয়েছেন কার্তিক। তিনি যোগ করেছেন, ‘কিন্তু মজার বিষয় হলো, সে সবকিছুই ভয় পায়। সে গাড়ি চালাতে ভয় পায়, এমনকি বাস যখন বাকবদল করে, তখনও ভয় পায়। সে তো বলেই দিয়েছে, কোনোদিনও রোলার কোস্টারে উঠবে না। তাই শুধু কভার দেখেই বই মূল্যায়ন করা যাবে না। একটা জিনিসই সে ভয় পায় না, সেটা ক্রিকেট বল।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তাহলে সৎ রাজনীতি আর সততার কী মূল্যায়ন: আইভী

গ্রেপ্তারের আগে ক্ষোভ প্রকাশ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শুক্রবার (৯ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দা...

প্রকৃতি দেখতে চীনা যুবক বাংলাদেশে, অতঃপর বিয়ে

বিশ্ব এখন গ্রামের মতো- গ্রামের এক পাড়া অন্য পাড়ার সঙ্গে যেমন খেলাধুলা, বিয়ে এ...

ভারত ও পাকিস্তানের উচিত কূটনৈতিক সমাধানে আসা: যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস পাকিস্তান ও ভা...

কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার নীরব লক্ষণগুলো; বুঝবেন যেভাবে

কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ ও অত...

ফেনীতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপনের দাবি

ফেনীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে চব্বিশের বন্যার পুনর্বাসন ও আসন্ন বর্ষা মৌসুমে...

বিশ্ব শান্তি ও সর্বজীবের মুক্তি কামনায় দিনাজপুরে মহানাম যজ্ঞ শুরু

বিশ্ব শান্তিকল্পে ও কলিযুগে সর্বজীবের মুক্তি কামনায় দিনাজপুর সুইহারী ওঁ দয়ানন...

সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ...

ফেনীর স্থায়ীত্বশীল উন্নয়নে "নাগরিক সংলাপ"

ফেনীর স্থায়ীত্বশীল উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। চায়না-বাংলা ফ্রেন্ডশি...

১০ মে: প্রমিলা দেবীর জন্মদিন

আশালতা সেনগুপ্ত, যিনি প্রমিলা দেবী নামেই বেশি পরিচিত, ১৯০৮ সালের ১০ মে (১৩১৫...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা