প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল (ফাইল ছবি)
জাতীয়

গোলযোগের চিত্র চোখে পড়েনি

সান নিউজ ডেস্ক: জেলা পরিষদ নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে, আমরা সন্তুষ্ট। শুরু থেকে শেষ পর্যন্ত সিসিক্যামেরা ফুটেজ পর্যালোচনার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষন করেছি। কোথাও কোনো অনিয়ম, সহিংসতা, গোলযোগের চিত্র আমাদের চোখে পড়েনি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আরও পড়ুন: যার যতটুকু জমি আছে উৎপাদন করুন

সোমবার (১৭ অক্টোবর) দেশের ৫৭টি জেলা পরিষদ নির্বাচন শেষ হাওয়ার পর নির্বাচন ভবনে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা টেলিফোনেও নির্বাচন সুন্দর হওয়ার সংবাদ পেয়েছি। সিসিক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। এ কার্যক্রম আগামীতে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করার সুযোগ সৃষ্টি করবে।

আরও পড়ুন: ক্ষমতাসীনদের বিপর্যয়, ইমরানের বিজয়

নির্বাচন কমিশনের অবস্থানের প্রসঙ্গ টেনে সিইসি বলেন, প্রথম থেকেই বলে আসছি, আমরা স্বচ্ছ নির্বাচন চাই। আমাদের দায়িত্ব হচ্ছে, ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন কী না, তা দেখা।

‘আপনারা দেখেছেন, আজ ভোটকক্ষে কোনো দ্বিতীয় ব্যক্তি প্রবেশ করেননি। ভোটাররা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন। আমরা পর্যবেক্ষন কার্যক্রমকে আরও সমৃদ্ধ করেছি। ক্যামেরার সংখ্যাও বাড়ানো হয়েছে।’

আরও পড়ুন: সর্বোচ্চ ৮৫৭ হাসপাতালে ভর্তি

বিনাপ্রতিদ্বন্দ্বীতায় জয়ের বিষয়টি নির্বাচনী সংস্কৃতিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কী না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিশ্লেষণে আমরা এখনো যাইনি, এটা আমাদের বিষয়ও নয়। এটা রাজনীতিবিদরা বুঝবেন, আমরা এ বিষয়ে কোনো মন্তব্য করবো না।

নির্বাচন সুষ্ঠু হতে সিসিক্যামেরা নিয়ামক হিসেবে কাজ করছে কী না- জানতে চাইলে সিইসি বলেন, হতে পারে, কারণ গাইবান্ধায় সিসিটিভির মাধ্যমে আমাদের পর্যবেক্ষণ ছিল। সেখানে আমরা বেশ গুরুতর অনিয়ম দেখতে পাই। শেষ পর্যন্ত বাধ্য হয়ে কমিশন পুরো নির্বাচন বন্ধ করার সিদ্ধান্ত নেয়।

ওই ঘটনায় হয়তো একটা বার্তা এসেছে। সিসিক্যামেরা দিয়ে নির্বাচনী পরিবেশ যেভাবে পর্যবেক্ষণ করা হয়- তাতে গুরুতর অনিয়ম ধরা পড়লে নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে। আমাদের মনে হয়, গাইবান্ধার ঘটনায় একটি ইতিবাচক প্রভাব এ নির্বাচনে পড়েছে।

আরও পড়ুন: ফখরুলের পদত্যাগ করা উচিত

বড় পরিসরে সিসিক্যামেরার সক্ষমতা নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এবার ছোট পরিসরে সিসিক্যামেরা ব্যবহার করেছি। বড় পরিসরে বড় সক্ষমতার দরকার হয়। সে ধরনের সক্ষমতা তৈরির চেষ্টা নিশ্চয় আমাদের থাকবে।

এর আগে সকাল ৯টায় নির্বাচন শুরু হলে সিইসিসহ অন্য কমিশনাররা ঢাকায় বসে সিসিক্যামেরা ফুটেজ দেখার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবচরে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ

মাদারীপুরের শিবচরে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভী পালন প্রশিক্...

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকে আগুন

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছ...

বিএনপি নেতার নেতৃত্বে ধলেশ্বরী নদীর তীরে মাটি চুরির অভিযোগ

রাতের আঁধারে মুন্সীগঞ্জ সদরের মীরকাদিমে ধলেশ্বরী নদীর তীরবর্তী চরের মাটি চুরি...

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আলী রীয়াজকে নিয়োগ

উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের...

কলেজছাত্রী রোদেলা হত্যা মামলায় স্বামী সোহানের মৃত্যুদণ্ড

ফরিদপুরের কলেজছাত্রী সাজিয়া আফরিন রোদেলা হত্যা মামলায় স্বামী সোহানুর রহমান সো...

খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী কার্যক্রম শুরু

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দিনাজপু...

সময়মতো সুষ্ঠু নির্বাচন হবে, তবে আ.লীগ অংশ নিতে পারবে না

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়ে...

দেশের ৫০ ভাগ নারী, নারীদের নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ৫০ ভাগ নারী।...

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আলী রীয়াজকে নিয়োগ

উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের...

কলেজছাত্রী রোদেলা হত্যা মামলায় স্বামী সোহানের মৃত্যুদণ্ড

ফরিদপুরের কলেজছাত্রী সাজিয়া আফরিন রোদেলা হত্যা মামলায় স্বামী সোহানুর রহমান সো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা