২৮ নাবিক ঢাকায় ফিরছেন আজ
জাতীয়

২৮ নাবিক দেশে ফিরছেন আজ

সান নিউজ ডেস্ক : ইউক্রেইনের ওলভিয়া বন্দরে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিক আজ (৯ মার্চ) দেশে ফিরবেন বলে জানিয়েছেন রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত দাউদ আলী।

আরও পড়ুন:ঢাকা-আবুধাবি চার সমঝোতা স্মারক স্বাক্ষর

মঙ্গলবার ( ৮ মার্চ ) রাতে তিনি একটি অনলাইন পোর্টালকে বলেন, বুখারেস্ট সময় রাত পৌনে ১০টায় তাদের নিয়ে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট রওনা করবে। ঢাকার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর কথা বুধবার ( ৯ মার্চ ) বেলা সোয়া ১২টায়।

ইউক্রেইনের ওলভিয়া বন্দরের চ্যানেলে আটকে থাকা জাহাজটি থেকে উদ্ধার পাওয়ার ৩ দিন পর মালদোভা সীমান্ত পার হয়ে রোববার ( ৬ মার্চ ) দুপুরে রোমানিয়ায় পৌঁছান বাংলার সমৃদ্ধির নাবিক ও প্রকৌশলীরা। এরপর থেকে দূতাবাসের ব্যবস্থাপনায় নাবিকরা বুখারেস্টে একটি হোটেলে আছেন।

প্রসঙ্গত, বিমানে করে সবার আসনের ব্যবস্থা করার প্রক্রিয়ার কারণে নিশ্চিত ছিল না সবাই একসঙ্গে ফিরতে পারবেন কি না। তবে দূতাবাসের অনুরোধে ২৮ নাবিকের জন্যই আসনের ব্যবস্থা টার্কিশ এয়ারলাইন্স করেছে বলে জানান রাষ্ট্রদূত দাউদ। পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি দিয়ে তারা ঢাকায় ফিরবেন বলে জানান তিনি।

আরও পড়ুন:৪ হাজার রুশ সেনা নিহত

তিনি বলেন, রোমানিয়া থেকে তুরস্কের উদ্দেশ্যে সাধারণত ছোট উড়োজাহাজ যায়। আমাদের অনুরোধে এয়ারলাইন্স বড় উড়োজাহাজের ব্যবস্থা করেছে। ফলে সবাই একসাথেই ফিরতে পারছেন।

আরও পড়ুন:বাড়ছে দিনের তাপমাত্রা

বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন জাহাজ বাংলার সমৃদ্ধি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেইনে পৌঁছায়। সেখান থেকে পণ্য নিয়ে জাহাজটির ইতালি যাওয়ার কথা ছিল।

আরও পড়ুন:রাশিয়ায় ব্যবসা স্থগিত করল পেপসি ও কোকাকোলা

এদিকে এর আগে থেকেই ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরু হলে যুদ্ধ বেঁধে যায়। পণ্য নেওয়ার পরিকল্পনা বাতিল করে তখন ‘চ্যানেল ক্লিয়ার’ হওয়ার অপেক্ষায় ছিল সাধারণ পণ্যবাহী জাহাজটি।

আরও পড়ুন:রাশিয়ায় ব্যবসা স্থগিত করল পেপসি ও কোকাকোলা

ইউএনবি’র এক প্রতিবেদনে জানা যায়, গত ২ মার্চ জাহাজে রকেট হামলায় মারা যান থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। জাহাজের ব্রিজও ক্ষতিগ্রস্ত হয়। পরদিন বিকালে জাহাজ পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং বাকি ২৮ জনকে সরিয়ে নেওয়া হয় সেখান থেকে।

আরও পড়ুন:টিসিবির তেল অবৈধ মজুতের দায়ে জরিমানা

জাহাজ থেকে নেমে নাবিকরা বন্দরের কাছাকাছি একটি আশ্রয়কেন্দ্রের বাংকারে ছিলেন বলে তারা পরিবারের সদস্যদের জানিয়েছিলেন। শুক্রবার ( ৪ মার্চ ) রাত পর্যন্ত তারা সেখানেই ছিলেন বলে জানান রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন।

আরও পড়ুন:সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান

প্রসঙ্গত, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের উপ মহাব্যবস্থাপক (পরিকল্পনা) ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান জানান, রকেট হামলায় নিহত জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের লাশ ইউক্রেনের অদূরে একটি বাংকারের ফ্রিজারে রাখা হয়েছে, সেটি সুবিধাজনক সময়ে দেশে ফিরিয়ে আনা হবে।

আরও পড়ুন:রাশিয়ার তেল-গ্যাস আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা!

এদিকে দেশের বাণিজ্যিক জাহাজের নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন বলেন, ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি অবনতি হয়েছে। সেখানকার কর্মকর্তারা কর্মস্থলে না থাকায় হাদিসুর রহমানের লাশ আনার প্রক্রিয়া শুরু করা সম্ভব হচ্ছে না।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: টানা একমাস দাবদ...

মিল্টন সমাদ্দার রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: মৃত্যুর জাল সনদ তৈরির অভিযোগে প্রতারণা ও জ...

আমিরাতে প্রবল বৃষ্টিপাত, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বৃষ্টিপা...

লিওনার্দো দা ভিঞ্চি’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

ভরিতে ১৮৭৮ টাকা কমলো স্বর্ণের দাম 

নিজস্ব প্রতিবেদক: টানা অষ্টমবারের...

পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের সদরে পুকুরের পানিতে ডুবে দুই ভ...

তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস

নিজস্ব প্রতিবেদক : ঢাকাসহ বিভিন্ন বিভাগের ওপর দিয়ে যে তাপপ্র...

বৃষ্টিতে বন্ধ খেলা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি-টোয়...

রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বকশিবাজারে বাসের ধাক্কায় আনোয়ার...

বাস-ট্রাক সংঘর্ষে আহত ৮

জেলা প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৮ যাত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা