জাতীয়

ওষুধ কিনতে হাত পাততে হচ্ছে বীরাঙ্গনা বানু বিবিকে

ফারুক আহমাদ আরিফ: দেশকে পাকিস্তানী হানাদারদের থেকে মুক্ত করতে হাতে অস্ত্র তুলে নিলেও স্বাধীনতার ৫০ বছরে নিজের ভাগ্য ফিরেনি বীরাঙ্গনা বানু (ভানু) বিবির। মুক্তিযোদ্ধাদের দেয়া সামান্য ভাতাতে ওষুধ কেনা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে রাস্তার মানুষের কাছে হাত পাচ্ছেন তিনি। সংসারে তিন ছেলের জীবনও কাটছে কষ্টে। সন্তানদের জীবনও চলছে নানান টানাপোড়েনের মধ্যে।

সার্টিফিকেটে নাম ভানু বিবি হলেও গণমাধ্যমে তাকে বানু বিবি হিসেবে উল্লেখ করা হয়েছে।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ২ নং সেক্টরে যুদ্ধ করেছেন তিনি। পেয়েছেন সরকারের কাছ থেকে সার্টিফিকেটও। সম্প্রতি তিনি কলাবাগান লেকে এসেছিলেন মানুষের কাছে চেয়ে-চিন্তে ওষুধের টাকা সংগ্রহ করতে। সেখানে সাক্ষাৎ হয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আফরোজা সোমা নামের এক শিক্ষকের সাথে। তার ভিডিওর সূত্র ধরে বানু বিবির সাথে আলাপ করে জানা যায় তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ। ওষুধ কিনতে অনেক টাকার প্রয়োজন। তিনি মানুষের কাছ থেকে চেয়ে অর্থসংগ্রহ করছেন ওষুধ কিনতে।

তিনি জানান, মুক্তিযুদ্ধের সময় তাঁর প্রধান দায়িত্ব ছিলো পাকসেনাদের যাবতীয় গতিবিধি লক্ষ্য করে তাঁর কমান্ডারকে রিপোর্ট করা, এবং মুক্তিবাহিনীর অস্ত্র-গোলাবারুদ বহন করা। যুদ্ধ করেছেন তিনি গোসেরহাঁট, নাগেরপাড়া, তালতলাসহ সেক্টর ২ এর অনেক গুরুত্বপূর্ণ স্থানে।

কিন্তু একদিন অতর্কিতভাবেই হানা দেয় পাকসেনারা। গ্রামে ঢুঁকে তাণ্ডব চালাতে চালাতে ধরে ফেলে বানু বিবিকে। সারারাত ধরে চলে তাঁর ওপর পাশবিক নির্যাতন...।

এরপর একদিন শেষ হয় যুদ্ধ। স্বাধীন হয় দেশ। কিন্তু বানু বিবির সংগ্রামের জেন শেষ নেই। স্বাধীনতার পরপরই কে বা কারা মেরে ফেলে তাঁর স্বামীকে। শুরু হয় বানু বিবির আর এক নতুন যুদ্ধ...।

বানু বিবির ছেলে মো. ওয়াসিম সান নিউজকে জানান, তার মা বীরাঙ্গনা বাবু বিবির টিভি ও যক্ষ্মা রোগ ধরা পড়ে ১৯৯৮ সালে। তখন থেকে তার চিকিৎসা করানো হচ্ছে। এতে প্রচুর অর্থ ব্যয় হয়ে গেছে। বর্তমানে তার পেটে পাথর বা আঁতে ঘাঁ হয়েছে বলে ডাক্তাররা জানিয়েছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন তবে তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। চিকিৎসা বাবদ অনেক অর্থের প্রয়োজন। যে কেউ অর্থ দিয়ে তার চিকিৎসায় সহায়তা করতে এগিয়ে আসলে ভালো হয়।

ওয়াসিম একটি বেসরকারি কোম্পানিতে সামান্য বেতনে চাকরি করেন। তিনি জানান, তাদের পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া কষ্টকর। তাই দেশের বিবেকবান মানুষ তাকে সহায়তা করতে এগিয়ে আসুক। তা ছাড়া সরকার কোন ভালো উদ্যোগ নিলেও তারা খুশি হবেন বলে জানান ওয়াসিম।

বানু বিবির ঠিকানা: মিরপুর-১, ব্লক-এ, রোড নং-৮, গরীবে নেওয়াজ মসজিদের পাশে। সহযোগিতা পাঠানোর ঠিকানা: বানু বিবি ০১৯২৬৭৪১৯৯৩ ও ওয়াসিম ০১৭৬০৩৩৫৮৭ বিকাশ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাই টিভির চেয়ারম্যান নাসির ৫ দিনের রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাই ট...

সীমানা পুনর্নির্ধারণে শুনানি ২৪-২৭ আগস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আগা...

যুদ্ধ বন্ধে ইউক্রেনকে ক্রিমিয়ার আশা ছাড়তে হবে, ন্যাটোতে যোগ দিতে পারবে না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জে...

প্রকৃতি ও পানির প্রতি আমাদের সদয় হতে হবে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন...

এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করতে নোটিশ

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্...

শেবাচিমে চিকিৎসা সেবা বন্ধ রেখে মানববন্ধন

স্বাস্থ্য খাত সংস্কার নিয়ে বরিশালে পক্ষে-বিপক্ষে কর্মসূচি পালিত হচ্ছে। সংস্কা...

শাকিবের নায়িকা হচ্ছেন তানজিন তিশা

বাংলাদেশের গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমা, যেটিতে অভিনয় করবেন ঢালিউডের শীর্ষ...

 এশিয়া কাপ হকিতে আমন্ত্রণ পেল বাংলাদেশ

ভারতে অনুষ্ঠিতব্য হকি এশিয়া কাপে সুযোগ পেল বাংলাদেশ। পাকিস্তান আসর থেকে নাম প...

তরতর করে নামছে এনসিপির ইমেজ

ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের এক দফা দাবিতে ২০...

মাই টিভির চেয়ারম্যান নাসির ৫ দিনের রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাই ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা