জাতীয়

ফুরিয়ে আসছে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ

মাহমুদুল আলম: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাদণ্ড দেয় আদালত। পরে উচ্চ আদালত তার কারদণ্ড বাড়িয়ে ১০ বছর করে। এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় হয়।

অরফানেজ মামলায় বিচারিক আদালতের রায়ের দিনই তাকে কারাগারে পাঠানো হয়। কারাভোগরত অবস্থায় সরকারের নির্বাহী আদেশে গতবছর ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। ছয় মাসের জন্য দেয়া ওই মুক্তির মেয়াদ গত ২৪ সেপ্টেম্বর শেষ হলে পরদিন ২৫ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় মেয়াদে মুক্তি পান তিনি। তবে দ্বিতীয় মেয়াদে নেয়া মুক্তির মেয়াদও শেষ হতে যাচ্ছে আগামী মাস মার্চে।

এর পরিপ্রেক্ষিতে মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করা হবে কিনা- এসংক্রান্ত প্রশ্নের জবাবে খালেদা জিয়ার সংশ্লিষ্ট মামলার অন্যতম আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন সান নিউজকে বলেন, ‘এটা দলের স্টেন্ডিং কমিটির মেম্বারদেরকে জিজ্ঞেস করুন।’

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির যুগ্ম-মহাসচিব ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন সাননিউজকে বলেন, আবেদনটি করেছিন বেগম জিয়ার পরিবার, তার চিকিৎসার জন্য। এখনও বিষয়টি পরিবারই দেখবে। তবে বেসিক কোন চিকিৎসা তার হয়নি। আগের মতোই আছেন। এখন পরিবারের পক্ষ থেকে আবেদন করবে। বিশেষ করে করোনার কারণে মৌলিক কোন চিকিৎসাই করাতে পারেননি তিনি।

আবেদন পরিবারের পক্ষ থেকেই করতে হবে কেন? এই প্রশ্নের জবাবে খোকন বলেন, আগের দুইবার যেহেতু পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিন, এখনো তাই করতে হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে আইনত কী সুযোগ-সুবিধা পেতে পারেন বা পারেন না, কতটা পাচ্ছে বা পাচ্ছেন না?- এই বিষয়ে জানতে চাইলে সম্প্রতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক খন্দকার মাহবুব হোসেন সান নিউজ কে বলেন, ‘এটা আমাকে জিজ্ঞাসা না করে আমাদের মহাসচিব আছেন, তার কাছে জিজ্ঞাসা করুন।’

কিন্তু আইনি ব্যাপারগুলো তো আপনারা ভালো বলতে পারবেন- বললে সপ্রিম কোর্ট বারের সাবেক এই সভাপতি বলেন, ‘আমি এখন এগুলো দেখছি না। আমি দেখছি না। উনি তো প্যারোলে আছেন, প্যারেলে তো না, স্পেশালি তাকে রাখা হয়েছে।’

‘স্পেশালি রাখা’ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘না, আমি এই ব্যাপারে কোনো বক্তব্য দেব না।’

কিন্তু আইনি বিষয়গুলো তো মহাসচিব মহোদয়ের চেয়ে আপনারা ভালো জানবেন- বললে তিনি বলেন, ‘‍না, না, এটা তাঁকে জিজ্ঞাসা করেন, অথবা অন্য যারা আছেন, তাদের জিজ্ঞাসা করেন।’

কিন্তু উনার কেস তো আপনিও ডিল করেন, আপনি আছেন তো উনার মামলায়, নাকি?- এই প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, ‘অবশ্যই আছি। এখন মামলাই তো নাই বলতে গেলে। উনি এখন সরকারের ইসে আছে, তার বিরুদ্ধে মামলা তো এখন সব স্থগিত অবস্থাতে আছে।’

উনি তো প্যারেলে আছেন, তাই না?- জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘না, সরকারের বিশেষ ক্ষমতায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। আমার আগের স্টেটমেন্টগুলো দেখেন। এখন সে আসামি হিসেবেই আছে।’- বলেন খন্দকার মাহবুব।

আগে স্টেটমেন্ট দিলেও খালেদা জিয়া এতদিন বাহিরে থাকার পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘ওইভাবেই আছে। একজন আসামি হিসেবে, যা যা প্রাপ্য তাই পায়। ধরে নেন এখন উনি জেলেই আছেন। সরকার বিশেষ ক্ষমতায় তাকে জেলে থেকে বাহিরে রেখেছে। একজন আসামি জেলখানায় থাকলে যা যা করতে পারে, উনিও তার বেশি কিছু করতে পারবেন না।’ ‘উনিও একই সুবিধা পাবেন।’

জেলে থাকা আসামিদের সঙ্গে তার আইনজীবী দেখা-সাক্ষাৎ করতে পারে। খালেদা জিয়ার সঙ্গে তার আইনজীবী বা নেতাকর্মীরা দেখা সাক্ষাৎ করতে পারেন কিনা? তাছাড়া সুযোগ সুবিধা ‘পাবেন’ বলছেন, পাচ্ছেন কিনা- তা জানতে চাইলে আইনজীবী বলেন, ‘চাইলে পাবেন।’ ‘কিন্তু যেহেতু করোনাকাল, তাই তিনি কারো সঙ্গে দেখা-সাক্ষাৎ করেন না।’

তাছাড়া প্যারোলে থাকলে কী পারবে, কী পারবে না? তা জানতে চাইলে সম্প্রতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব ফজলুর রহমান সান নিউজ কে বলেন, ‌‘না, না, না, আমি এটা বলবো না। এটা যারা তার (খালেদা জিয়া) কেস ডিল করেন, তাদেরকে বলেন। আমি তার কেস ডিল করি না। আমার দুর্ভাগ্য। আমি ম্যাডামের কেস ডিল করি না। যারা তার কেস ডিল করেন, তাদের সঙ্গে দয়াকরে কথা বলুন।’

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা মানিকপুরে সৌদি আরবপ্রবাসীর বাড়িতে রাতের আঁধার...

নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

নোয়াখালীর চাটখিলে এক সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা-ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

মুন্সীগঞ্জে সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৫৫ পিস ইয়াবা ট...

আসন্ন নির্বাচনে টানা ৭ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা ব...

খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তি, মাদ্রাসার অধ্যক্ষকে অপসারণের দাবি

বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তিকারি ঝালকাঠির রাজাপুর কামিল মাদ্রাসার অধ...

উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবস...

মাটিরাঙায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম

খাগড়াছড়ির মাটিরাঙায় তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফির...

নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু বা...

বন্ধ রয়েছে মাদারীপুরের গ্যাস সিলিন্ডার বিক্রি ও সরবরাহ

আজ বৃহস্পতিবার মাদারীপুর শহরের অধিকাংশ এলাকায় এলপি গ্যাসের সংকট দেখা গেছে। এত...

মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা মানিকপুরে সৌদি আরবপ্রবাসীর বাড়িতে রাতের আঁধার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা