জাতীয়

কারখানার গেট থেকে ফিরিয়ে দেওয়া হলো শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক:

খোলা থাকবে গার্মেন্টস কারখানা। কাজে যোগ না দিলে বেতন পাওয়া যাবে না। এমন পরিস্থিতিতে করোনা আতঙ্কের মধ্যে মাইলের পর মাইল পায়ে হেঁটে অসংখ্য মানুষ এসেছেন ঢাকায়।

রবিবার (৫ এপ্রিল) সকালে ঘুম থেকে উঠেই কাজে যোগ দেওয়ার জন্য দলে দলে কারখানার দিকে ছুটতে থাকেন শ্রমিকরা। কারখানার সামনে আসার পর জানতে পারেন ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে গার্মেন্টস। কারখানাগুলোর গেটেও মাইকিং করে জানানো হচ্ছে বন্ধ ঘোষণা। ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে, কোথাও আবার টানানো হয়েছে বন্ধের নোটিশ।

কাজে যোগ দিতে না পেরে কিছু সময় অপেক্ষা করে বাসায় ফিরে যান শ্রমিকরা। আজ (৫ এপ্রিল) রাজধানীর বিভিন্ন গার্মেন্টস ঘুরে দেখা গেছে এমনই চিত্র।

মিরপুরের গার্মেন্টস শ্রমিক দুলাল গার্মেন্টস খোলা থাকবে এমন ঘোষণার পর পায়ে হেঁটে ময়মনসিংহের ভালুকা থেকে রওনা দেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছেছেন ঢাকায়। সকালে গিয়েছেন কাজে যোগ দিতে। কিন্তু কারখানা বন্ধে বিরক্ত হয়ে তিনি বলেন, 'এ ঘোষণা আগে দিলে কি হতো? একদিকে আমাদের কষ্ট, অন্যদিকে করোনা ঝুঁকি নিয়ে কত মানুষের সাথে আসতে হলো!'

আরেক কর্মী রুবেল জানান, 'এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত নেয়া উচিৎ হয়নি। কারখানা বন্ধ ছিল সেটাই বলবত রাখা উচিৎ ছিল। বিজিএমইএ’র গার্মেন্টস খোলা রাখার সিদ্ধান্ত ঠিক হয়নি। আবার বন্ধ করে দেয়া হলো। আমরা যে ভাবে এসেছি ব্যাপক হারে করোনা ছড়িয়ে পড়লে দায়ী কে থাকবে, বিজিএমইএ?'

এদিকে গার্মেন্টস কর্মী রাজিয়া বলেন, 'মালিকদের এমন সিদ্ধান্তের বিরোধিতা করা উচিৎ ছিল সরকারের। সরকার একদিকে গণপরিবহনসহ সবকিছু বন্ধ রেখেছে, অন্যদিকে মালিক পক্ষ গার্মেন্টস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে কি গার্মেন্টস সরকারের নিয়ন্ত্রণের বাইরে?'

করোনাভাইরাসের কারণে সারাদেশে অঘোষিত লকডাউন চলছে। বন্ধ রয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। চলছে না গণপরিবহন। বন্ধ রয়েছে দোকানপাট, শপিংমল। কিন্তু এরপরেও হঠাৎ করে গার্মেন্টস খোলার সিদ্ধান্ত নেন মালিকরা। এ কারণেই শনিবার (৪ এপ্রিল) দেশের বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা দলে দলে ঢাকায় এসেছেন। এ অবস্থায় তীব্র সমালোচনা মুখে কারখানা বন্ধ রাখার আহ্বান জানায় বাংলাদেশ তৈরি পোশাক মালিকদের সংগঠন-বিজিএমইএ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ ৩ জন দোষী সাব্যস্ত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী কর্মকাণ্ডের সত্যতা ম...

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্র...

সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি থেকে রাজসাক্ষী পুল...

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে দেশজুড়ে মিষ্টি বিতরণ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ...

বিচারকের ছেলে হত্যার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহমানের বাসায় প্রবেশ করে তার...

উলিপুরে মানব পাচারকারীকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে প্রতারণার অভিযোগে চিহ্নিত মানব পাচারকারী মমিনুল ইসলাম বাব...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের জাতীয় কবির তত্ত্ব নিয়ে সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের জাতীয় কবি ও চিন্তাবিদ আল্লামা ইকবালের &lsqu...

বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতি, দুদকের অভিযান

মাদারীপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ...

কুষ্টিয়া-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নারীদের বিক্ষোভ

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন পুনর্বিবেচনা করে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহ...

পাওনা টাকা আদায়ে উকিল নোটিশ জারী

সাতক্ষীরার তালা থানার পাঁচরোর্থী গ্রামের আফজাল হোসেন একই গ্রামের জান্নাত এন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা