নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিল থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
হাতিরঝিল থানার এসআই শরিফুল ইসলাম জানান, লাশটি হাতিরঝিল মধুবাগ ব্রিজের পাশের পানিতে ভাসছিলো। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
তিনি জানান, আনুমানিক ২২ বছর বয়সী ওই যুবকের পরনে ছিল শ্যাওলা রঙের সোয়েটার ও কালো ট্রাউজার। তার পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সান নিউজ/এসএম
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            