নিজস্ব প্রতিবেদক : এ বছর দেশের সীমান্ত ও রাষ্ট্রের অভ্যন্তরীন শৃঙ্খলারক্ষাসহ বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি চার ক্যাটাগরিতে রাষ্ট্রীয় সম্মাননা পদক পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০ জন সদস্য।
বুধবার (২৩ ডিসেম্বর) তা গেজেট আকারে প্রকাশিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে গত মঙ্গলবার পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। চার ক্যাটাগরিতে পদকের জন্য যাদেরকে মনোনীত করা হয়েছে তাদের মধ্যে থেকে ১০ জন পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম)।
২০ জন পাচ্ছেন রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম), ১০ জন পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা (বিজিবিএমএস) এবং ২০ জন রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা (পিবিজিএমএস) পাচ্ছেন। বর্ডার গার্ড বাংলাদেশ পদকপ্রাপ্তরা নগদ এককালীন ১ লাখ টাকা ও মাসিক বেতনের সঙ্গে ১ হাজার ৫০০ টাকা করে পাবেন।
রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক প্রাপ্তরা নগদ এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে ১ হাজার টাকা করে পাবেন। বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা প্রাপ্তরা এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে পাবেন ১ হাজার ৫০০ টাকা করে। রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (সেবা) প্রাপ্তরা নগদ এককালীন ৫০ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে ১ হাজার টাকা করে পাবেন।
সান নিউজ/এসএ/এস
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            