শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
জাতীয়

শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

নিজস্ব প্রতিবেদক : দেশের সূর্য সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করতে প্রস্তুত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ প্রাঙ্গন সাজানো হয়েছে বিজয়ের সাজে। দিবসটি পালনে এরই মধ্যে পুরো সৌধ এলাকা ধুয়ে মুছে রঙ-তুলির আঁচড়ে রাঙিয়ে তোলা হয়েছে। বাহারি ফুলের গাছ ও আলোকসজ্জায় সাজানো হয়েছে স্মৃতিসৌধের রাস্তাসহ পুরো এলাকা।

যাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। তাদের স্মৃতিস্তম্ভই মনে করে দেয় ইতিহাসের পাতা, যুদ্ধের কথা। দিবসটি পালন করতে সৌধ প্রাঙ্গন অক্লান্ত পরিশ্রমে সাজিয়েছেন নিয়মিত ৩৭ জন ও মজুরি ভিত্তিতে আরও কয়েকজন কর্মী। যাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া সৌধ রক্ষণাবেক্ষণে কাজ পাওয়া।

এদের মধ্যে নিয়মিত কর্মী আনোয়ার। তিনি বলেন, 'প্রায় ৩৫ বছর ধরে এই স্মৃতিসৌধেই কাজ করি। নিয়মিত প্রায় ৩৭ জন শ্রমিক কাজ করেন। যাদের জন্য স্বাধীনভাবে বেঁচে আছি, সন্তান, পরিবার দিন যাপন করছেন শান্তিতে তাদের পাশে থেকে তাদের স্মৃতিস্তম্ভের কাজ করতে পেরে আমি গর্বিত, আনন্দিত। এটার অনুভূতি যে আসলে কি, তা শুধু আমিই জানি। দেখতে দেখতে ৩৫ বছর কেটে গেলো। যতদিন জীবন আছে এই স্মৃতিসৌধের জন্য, সন্তানহারা মায়ের সন্তানের স্মৃতিস্তম্ভে কাজ করে যেতে চাই।

এক পরিচ্ছন্ন কর্মী বলেন, আমি এখানে দীর্ঘদিন কাজ করছি। একদিকে শহীদদের সেবা ও কাছে থাকার সুযোগ হয়, অন্যদিকে আয় করা টাকা দিয়ে চলে সংসার। বাংলার দামাল ছেলেরা শুধু দিতে শিখেছেন। শহীদ হওয়ার আগে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে দিয়ে গেছেন স্বাধীনতা, আর মৃত্যু পরেও আমাদের মত লোকদের দিয়েছেন জীবিকা। তাদের স্মৃতিস্তম্ভের পরিচ্ছন্ন কর্মী হিসাবে আমি গর্বিত।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। তাই স্বাস্থ্যবিধি শতভাগ নিশ্চিত করার লক্ষে প্রধান ফটকেই রাখা হয়েছে জীবাণুনাশক টানেল, নিশ্চিত করার নির্দেশনা রয়েছে শতভাগ মাস্ক পরিধানের। আর এজন্য নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দিষ্ট দুরত্বে করা হয়েছে চিহ্নিতকরণ। শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন ও অনুবিভাগের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন এসব কথা জানান।

এদিকে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, বিজয় দিবস উপলক্ষ্যে গোটা সাভার মোড়ানো হয়েছে নিরাপত্তা চাদরে। কয়েক স্তরের নিরাপত্তায় ধাপে ধাপে রয়েছে পোশাকে ও সাদা পোশাকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। বসানো হয়েছে ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরা। বিজয় দিবস উপলক্ষে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে অতীতের ন্যায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

প্রসঙ্গত, করোনার কারনে স্মৃতিসৌধে প্রথম ভোরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল। তার পর স্বাস্থবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের জন্য সৌধ প্রাঙ্গন উম্মুক্ত করা হবে ।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষ...

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ইসলাম...

বাগেরহাটের কলার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার দাম ভালো পাওয়ায়...

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের ঘটনা

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের গণহত্যার ঘটনা এমন মন্তব্য কর...

একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ ও এনসিপি

সম্প্রতি গুঞ্জন উঠে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে। তবে...

শাপলা নয় এনসিপিকে বালতি-বেগুনসহ ৫০ প্রতীকের অপশন

শাপলা প্রতীক নয় বরং বেগুন, বালতিসহ ৫০টি প্রতীক থেকে জাতীয় নাগরিক পার্টিকে (এন...

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এইডস ম...

আ. লীগের ঘাপটি মেরে থাকা অনুচরেরা এখনো তৎপর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজ...

লুটপাটের ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা 

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধ...

গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটক, নিরাপত্তার দাবি জামায়াতের

গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটক করার ঘটনায় ইসরায়েলের ন্যাক্কারজনক ভূমিকার তীব্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা