২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনের পরের চিত্র। ছবি : সংগৃহীত
জাতীয়
অগ্নিঝুঁকিতে অবরুদ্ধ রাজধানী

ট্র্যাজেডির স্মৃতি মুছে আগুনের আতরে দিন কাটে নগরবাসীর!

সান নিউজ অনলাইন 

পুরান ঢাকার ঘিঞ্জি অলিগলিতে এখনো ছড়িয়ে রয়েছে রাসায়নিকের গন্ধ, আর তার সঙ্গে লুকিয়ে রয়েছে ভয়াবহ অগ্নিকাণ্ডের সম্ভাবনা। নিমতলী ও চুড়িহাট্টার বিভীষিকার বছর পেরিয়ে গেলেও কেমিক্যাল গুদাম উচ্ছেদে কার্যকর কোনো অগ্রগতি নেই। দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) হিসাব অনুযায়ী, এখনো পুরান ঢাকায় প্রায় দুই হাজার কেমিক্যাল কারখানা ও গুদাম চালু রয়েছে, যেগুলোর অধিকাংশই বসতবাড়ি ও দোকানের আড়ালে চলছে। এসব স্থানে লাখো মানুষ অগ্নিঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে।

বিশেষজ্ঞ ও প্রশাসনিক সূত্র জানায়, রাজধানীতে বর্তমানে ২ হাজার ৬০০টি ভবন অগ্নিঝুঁকিপূর্ণ। এর মধ্যে ১ হাজার ১০৬টি বিপণিবিতান। যদিও আইনে অগ্নিনিরাপত্তার জন্য ফায়ার সার্ভিসের ছাড়পত্র বাধ্যতামূলক, বাস্তবে বহু ভবন এই প্রক্রিয়া অনুসরণ করে না। ফলে প্রতিটি দুর্ঘটনার পর আশ্বাস মিললেও অবস্থার উন্নয়ন হয় না।

নিমতলীর পর আন্দোলন হয়েছিল, চুড়িহাট্টার পর গঠিত হয়েছিল টাস্কফোর্স-ডিএসসিসি মাত্র ৩৩ দিন অভিযান চালিয়ে ১৭০টি গুদাম সিলগালা করলেও পরে থেমে যায় কার্যক্রম। ব্যবসায়ীদের চাপে বা প্রশাসনিক উদাসীনতায় এই অভিযান আর গতি পায়নি। এখনও পুরান ঢাকার লালবাগ, চকবাজার, আরমানিটোলা, মিটফোর্ড, বাবুবাজারসহ নানা এলাকায় চোখে পড়ে রাসায়নিকের গুদাম। স্থানীয়দের দাবি, এসবের অনেকগুলোই সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্সপ্রাপ্ত, অর্থাৎ কর্তৃপক্ষ জানে, কিন্তু কার্যকর ব্যবস্থা নেয় না।

বেশ কয়েকটি গুদাম শিমপুরে সরিয়ে নেওয়ার উদ্যোগ থাকলেও তা গতি পায়নি। অধিকাংশ ব্যবসায়ী ঝুঁকি নিয়েই পুরান ঢাকায় রয়ে গেছেন। ফায়ার সার্ভিস বলছে, তারা কেমিক্যাল ব্যবসার অনুমোদন দেয় না, বরং নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে ছাড়পত্র দেয়। কিন্তু ব্যবসায়ীরা গুদামের অস্তিত্ব গোপন করেন, ভিন্ন নামে ট্রেড লাইসেন্স নেন। অনেক ভবন নির্মাণের সময় অগ্নিনিরাপত্তার পরিকল্পনা থাকলেও তা বাস্তবে রূপায়িত হয় না।

রাজউক বলছে, অনুমোদিত ডিজাইনের বাইরে তৈরি ভবন সম্পর্কে তাদের কাছে তথ্য নেই। আর ফায়ার সার্ভিসের পরিদর্শনও সীমিত। ফলে বাস্তবে ঢাকার বহু ভবনই অগ্নিনিরাপত্তাহীন। পরিকল্পনাবিদরা সতর্ক করছেন-পুরান ঢাকার ৭০ শতাংশ রাস্তাই ফায়ার সার্ভিসের বড় গাড়ি চলাচলের উপযোগী নয়। তাই সামান্য দুর্ঘটনাও বড় ট্র্যাজেডিতে রূপ নিতে পারে।

দুর্যোগ মোকাবিলায় আলাদা উইং, আইনের অস্তিত্ব কিংবা ভবনের অনুমোদনের পদ্ধতি থাকলেও বাস্তবতা হলো—ব্যবসায়ীদের প্রভাব, প্রশাসনের দুর্বলতা এবং জনসচেতনতার অভাবে রাজধানী আজও অগ্নিঝুঁকিতে বন্দি। শুধু কাগজে-কলমে নয়, বাস্তবায়নে সুস্পষ্ট পদক্ষেপ ছাড়া ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। আর দেরি না করে পুরান ঢাকাকে ঝুঁকিমুক্ত করতে হবে এখনই।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূমি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, নীরব প্রশাসন; ফুঁসছে জনগন!

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের জারিকারক লুৎফা আক্তার (৪৫)...

ছাত্রলীগ সভাপতির বসতঘরে আগুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী কার্যক্রম শুরু

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দিনাজপু...

দেশের ৫০ ভাগ নারী, নারীদের নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ৫০ ভাগ নারী।...

নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে মধ্যরাতে ফুটবল খেলাক...

আজ সেই ভয়াল ১৫ নভেম্বর, ১৮ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী

২০০৭ সালের ১৫ নভেম্বর—দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে এক বিভীষিকাময় রাত। ভয়...

দেশ স্বাধীনের ৫৪ বছরেও এ জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি: আকন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ইসলামী আন্দোলন বাং...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

ছাত্রলীগ সংশ্লিষ্টতায় ইবির এক শিক্ষার্থী আটক

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে নিয়মিত ফেসবুক পোস্ট করা এবং সংগঠনটির সঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা