নিজস্ব প্রতিবেদক: শবে বরাতের ছুটিকে কেন্দ্র করে ব্যস্ত রাজধানীর সড়কগুলো আজ অনেকটাই ফাঁকা। এদিকে গণপরিবহনের কম থাকার কারণে ঢাকার বিভিন্ন রাস্তায় দেখা গেছে রিকশার দাপট। সব সড়কেই চলাচল করতে দেখা গেছে রিকশা।
আরও পড়ুন: মেট্রোতে লক্ষাধিক যাত্রী পরিবহনের রেকর্ড
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর বাড্ডা-রামপুরা এলাকায় সরেজমিনে এই চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই ব্যস্ত রাজধানীর রাজপথ থেকে অলিগলি সবই প্রায় ফাঁকা। রাস্তায় মাঝে মধ্যে কয়েকটি বাস দেখা গেলেও ফাঁকা ঢাকায় গণপরিবহনের সংকট রয়েছে। তবে রাস্তায় সিএনজি অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল ও প্রাইভেটকারের আধিপত্য দেখা গেলও এসব যানবাহনের সংখ্যা খুবই কম। আগে যে রাস্তায় দিয়ে গন্তব্যে যেতে লাগত ১-২ ঘণ্টা তা যাওয়া যাচ্ছে মাত্র ১৫ মিনিটে।
সান নিউজ/এএন