রাজনীতি

আ.লীগকে ধ্বংসের জন্য ষড়যন্ত্রকারীরা তৎপর

নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন আগস্ট মাস আসলেই আওয়ামী লীগকে ধ্বংসের জন্য ষড়যন্ত্রকারীরা তৎপর হয়ে উঠে। ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সবাইকে সতর্ক থাকতে হবে। সবাই মিলে যে কোনো প্রকার ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

সোমবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর পরীবাগে বিটিসিএল ভবন চত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বিটিসিএল শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়ন-সিবিএ আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু দুর্দান্ত সাহসী, অনন্য মানবিক গুনের অধিকারী এবং ত্যাগী নেতা ছিলেন। তাঁর সাহস এবং ত্যাগে এ জাতি স্বাধীনতা পেয়েছে। তিনি সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। বাংলার মীরজাফররা তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। দেশের জন্য ত্যাগ স্বীকার করলে তা কোনদিন বৃথা যায় না। দেশের জন্য বঙ্গবন্ধুর ত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে তাঁর আদর্শকে বুকে ধারণ দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে অবদান রাখতে হবে। প্রতিমন্ত্রী ১৫ আগস্ট এবং ২১ আগস্টে শাহাদতবরণকারী শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বিটিসিএল-সিবিএ সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্বে জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুর কুতুব আলম মান্নান, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মো.আলাউদ্দিন মিয়া, জাতীয় শ্রমিক লীগ সহসভাপতি মো. মহসীন ভূইয়া, এ্যাড. হুমায়ুন কবির, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, বিটিএল সিবিএ মহাসচিব মো. মোজাম্মেল হক সিদ্দিকীসহ বিটিসিএল সিবিএ নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগষ্টে শাহাদতবরণকারী সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা