রেজা কিবরিয়া
রাজনীতি

এই সরকার একটা রাক্ষসের মতো : ড. রেজা কিবরিয়া

প্রধান প্রতিবেদক: গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া সাংবাদিক রোজিনা ইসলামের ওপর নির্যাতন ও মামলার নিন্দা জানিয়ে বলেছেন, আমাদের দেশের সরকারকে এখন সবাই ভয় পায়। এই সরকার একটা রাক্ষসের মতো। রাক্ষসের সঙ্গে আমরা বসবাস করি। এই রাক্ষস সরকারকে হাটাতে হবে। না হলে একেরপর এক আমরা সবাই তার শিকার হতে থাকব।

বুধবার (১৯ মে) দুপুরে দেয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার একমাত্র পুত্র ড. রেজা কিবরিয়া বলেন, আমরা মনে করি, আমরা চোখ বন্ধ করে ও মাথা নিচু করে থাকলে রাক্ষস আমার প্রতি নজর দেবে না। ওই পাশের মানুষটিকে সে আক্রমণ করবে, আমাকে নয়। আরেকটা রাজনৈতিক দলের ওপর তার নজর পড়বে, এই সাংবাদিকের ওপর না আরেক সাংবাদিকের ওপর হামলা করবে। এই পলিসিটা ঠিক না। কারণ একটা একটা করে আমরা এই সর্বগ্রাসী রাক্ষস সরকারের শিকার হব। এটা জাস্ট টাইমিংয়ের ব্যাপার। একটা দল আগে বিপদে পড়েছে, আরেকটা পরে পড়েছে। তাই আমাদের মাথা নিচু করে থাকা যাবে না।

ড. রেজা বলেন, এই সরকার একটি সর্বগ্রাসী অত্যাচারী দুর্নীতিগ্রস্ত সরকার, এটা আমরা সবাই জানি। এখন তাদের দুর্নীতির প্রমাণ তুলতে গেলে কিছু মানুষ (দুর্নীতিবাজরা) বিপদে পড়তে পারে। সাংবাদিক রোজিনা ইসলাম জনগণের জন্য কাজ করতে গিয়ে জনগণের কাজে তিনি নিয়োজিত ছিলেন, সেজন্য তাকে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে এবং অন্যায়ভাবে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। তাকে মিথ্যা মামলা দেয়া হয়েছে। শারীরিকভাবে তাকে অত্যাচার করা হয়েছে কিনা তার ভিডিও প্রমাণ আছে। সে বিষয়ে মন্ত্রী কি বলে সেটা গুরুত্বপূর্ণ না। কারণ বিষয়টি ঘটেছে এবং তা আমরা দেখেছি।

রেজা কিবরিয়া আরও বলেন, আমি দেখে খুশি হয়েছি যে, সাংবাদিকরা বুঝতে পেরেছে এই সাংবাদিকের ওপর আঘাত মানে সবার ওপর আঘাত। এটা সবাই প্রতিবাদ করছে। মনে রাখতে হবে, সাংবাদিকদের আমাদের সাপোর্ট দিতে হবে। কারণ তারা হল, আমাদের ফ্রন্ট লাইন। আমাদের অধিকার আমরা পুণরুদ্ধার করবো, এই যুদ্ধে সাংবাদিকরাই হচ্ছেন আমাদের ফ্রন্ট লাইন। তারা অত্যাচারিত হচ্ছে, মারা যাচ্ছে, বিভিন্ন মিথ্যা মামলায় তারা হ্যারাজ হচ্ছে। সাংবাদিকরা এসব করছে জনগণের স্বার্থে। রাষ্ট্রের স্বার্থে। অনেক সময় জনগণ তা বুঝতে পারে না।

সাননিউজ/টিএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম...

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র...

ফের ৯৮ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

ফের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। বিম...

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক শেষ, যুদ্ধ স্থগিতের ঘোষণা নেই

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট...

‘গোপন রাজনীতি’, ছাত্রশিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছরে ছি...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের আবেদনের শুনানি পেছাল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম হত্য...

ক্রীড়া উপদেষ্টা আসিফই বলেছিলেন নির্বাচন করতে, দাবি ফারুকের

সরকারের ‘পছন্দে’র মানুষ হিসেবে ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

জুলাই সনদ: আদালতে প্রশ্ন তোলা যাবে না, আরও যা আছে অঙ্গীকারনামায়

গণ অভ্যুত্থানের পথ বেয়ে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ভিত্ত...

বিদেশের বাংলাদেশি সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলে...

ফের ৯৮ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

ফের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। বিম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা