রাজনীতি

ধর্ষণ-নারী নির্যাতনকারী বেশিরভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগের : মান্না

নিজস্ব প্রতিবেদক : দেশ জুড়ে ধর্ষণ-নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বেশিরভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগের বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। ধর্ষণে অভিযুক্তদের আওয়ামী লীগ থেকে বের করে দেয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে ‘ধর্ষণ ও খুনের মূল হোতাদের গ্রেফতার ও বিচারের দাবিতে এক মানববন্ধনে’ মান্না এ পরামর্শ দেন।

সরকারকে তিনি বলেন, যারা লাখ লাখ টাকা বিদেশে পাচার করে তাদের খুঁজে বের করতে পারেন না। যারা ডাকাতি করে, ব্যাংক লুট করে মানুষের পকেট কাটে, তাদের বিচার করতে পারেন না। আপনাদের ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, তার গডফাদারকে খুঁজে বের করতে পারেন না।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, যতই ভয় দেখান, গুম করেন, খুন করেন, ধর্ষণ করেন, বাংলাদেশের মানুষ জেগেছে, দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। ভালো হয়ে যান। আর যদি ভালো হতে না পারেন। তাহলে খারাপ মানুষের যে শাস্তি হয়, সেই শাস্তি পাবেন।

মান্না বলেন, একে-ওকে বলে বেড়ান, যতই চিৎকার করেন। নাটক ছিল না আমজাদ হোসেনের, মারপিট যাই কর, টাকার গাট্টি ছাড়বো না। মানববন্ধন-মিছিল যাই করো, আমি ক্ষমতা ছাড়বো না। ওই নাটকের মধ্যে যেভাবে টাকার গাট্টি ছাড়ানো হয়েছে, আপনাকেও সেভাবে গদি থেকে সরানো হবে। অপেক্ষা করেন—এই দিন দিন নয় আরও দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে।

আয়োজক সংগঠনের সভাপতি মো. সালাউদ্দিন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সরদারের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বংশাল থানা বিএনপির সভাপতি তাজউদ্দিন আহমেদ তাজ, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, এম জাহাঙ্গীর আলম, মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজী, সংগঠনের কেন্দ্রীয় নেতা নুরুল হক নুরু, গাউসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনে এক রাতে ৬০০’র বেশি ড্রোন-মিসাইল হামলা চালাল রাশিয়া

রাশিয়া এক রাতে ইউক্রেনের দিকে ৫৭৪টি ড্রোন ও ৪০টি মিসাইল ছুড়েছে—যা সাম্প...

‘১% মিডিলম্যান, ৫% মিনিস্ট্রির’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রেস সেক্রেটারির বিরুদ...

ভাত না জোটার দেশে হাঁসের মাংসবিলাস শোভনীয় নয়: আলাল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দুই...

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় ৪ সেপ্টেম্বর

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা মামলার সব আসামির খালাসের বিরুদ্ধে...

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ অনুমোদন

‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ নীতিগত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা