বিএনপি সরকার গঠনের পর দেশের প্রতিটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আধুনিক প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে। স্থানীয়রা ‘ন্যাশনাল হেলথ কার্ড’-এর মাধ্যমে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা পাবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিশ্ব ব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ড. হায়দার বলেন, স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে শিশুদের পুষ্টি পরামর্শ, বয়স্কদের রোগ নির্ণয় এবং চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে। “প্রতিটি শিশুকে মানসম্মত শিক্ষা এবং প্রতিটি নাগরিককে স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বিএনপির অঙ্গীকার। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত হবে, কেউ অবহেলিত থাকবে না।”
ড. জিয়াউদ্দিন হায়দার আরো বলেন, বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ নীলনকশা। স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, অর্থনীতি ও সুশাসন—সবক্ষেত্রেই বাস্তবভিত্তিক পরিকল্পনা এখানে তুলে ধরা হয়েছে। “জনগণই রাষ্ট্রের মালিক—এই বিশ্বাস থেকেই বিএনপির ৩১ দফা প্রণয়ন করা হয়েছে। জনগণের ভোট ও মতের ভিত্তিতেই ভবিষ্যতের বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে।”
সভায় বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র, ঝালকাঠি জেলা শাখা।
সাননিউজ/আরপি