নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ‘গণঅবস্থান কর্মসূচির’ ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ২টা-বিকাল ৪টা পর্যন্ত এ গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি এই ঘোষণা দেন।
আরও পড়ুন: প্রবাসী ভোটারের সেবায় মনোযোগী হওয়ার পরামর্শ
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম দেশের ফ্যাসিস্ট সরকারের সময়ে মিথ্যা ও বানোয়াট মামলায় গত ১৩ বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটক আছেন। এ সময় ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের বহু নেতাকর্মী মুক্তিলাভ করেছেন। ঐ সময় দেশবাসী আশা করেছিলো, চরম জুলুম-নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলামও স্বৈরাচার মুক্ত দেশে মুক্তিলাভ করবেন। তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের প্রায় সাড়ে ৬ মাস পার হওয়ার সত্ত্বেও তিনি মুক্তি পাননি। এতে দেশবাসী হতবাক ও বিস্মিত।
এই অবস্থান সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ২টা-বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ‘গণঅবস্থান’ কর্মসূচি পালিত হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এদিকে, উক্ত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত করার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
আরও পড়ুন: চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, গ্রেফতার ৩
এর আগে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবন্দি হওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

ঐ দিন বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় দলীয় সহকর্মীবৃন্দ ও সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’।আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনও বন্দি রয়েছেন।
একে একে সকল জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন। তাঁকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি।
এই জুলুমের প্রতিবাদে এবং জনাব এটিএম আজহারুল ইসলাম এর মুক্তির দাবিতে আমি নিজে গ্রেফতার হওয়ার জন্য ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে আদালত প্রাঙ্গনে হাজির থাকবো।
আরও পড়ুন: দুই পরিবহনের সংঘর্ষে নিহত ২
আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। সময় মতো আমাকে যথাস্থানে পাবেন, ইনশাআল্লাহ।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            