মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) বিকাল ৪ টার মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের বনিক্যপাড়া জারা কমিনিউটি সেন্টারে আলোচনা সভা, মিলাদ মাহফিলের আয়োজন করে মুন্সীগঞ্জ জেলা বিএনপি।
আরও পড়ুন : মাছ ধরা দেখতে গিয়ে যুবক নিহত
জেলা বিএনপি'র সদস্য সচিব কামরুজ্জামান রতনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন বিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
এছাড়াও আলোচনা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় কমিটির সদস্য আ.ক.ম মোজাম্মেল হক, জেলা বিএনপির যুগ্ম- আহবায়ক একেএম ইরাদত হোসেন মানু, মো. শাহজাহান খান, আলী আজগর রিপন মল্লিক, শহিদুল ইসলাম শহিদ।
আরও পড়ুন : সত্যের পথে অবিচল থাকার আহ্বান মুক্তাধর
এছাড়াও বক্তব্য রাখেন শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুর আলম স্বপন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, সাবেক ছাত্রদল সভাপতি মো. জসিম উদ্দিন, যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা, ছাত্রদল সভাপতি মো. হাসেম সহ জেলার বিভিন্ন উপজেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
এছাড়াও ভারচুয়াল বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সান নিউজ/এমআর