আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসনের জবাবে এবার পাল্টা হামলার ঘোষণা দিয়েছে হামাস।
শনিবার (২৮ অক্টোবর) সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলের সামরিক বাহিনী আক্রমণের পূর্ণাঙ্গ জবাব দিতে ‘পুরো শক্তি’ দিয়ে হামলার মোকাবিলা করতে প্রস্তুত বলে দাবি করেছে হামাস।
সংগঠনটি আরও জানিয়েছে, ইসরাইল গাজায় তীব্র আক্রমণ চালনোর পরে, হামাস যোদ্ধারা সীমান্তবর্তী অঞ্চলে ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে।
আরও পড়ুন: গাজায় নিহতের সংখ্যা ৭ হাজার ছাড়া ৃ
এদিকে, গাজায় রাতভর স্থল ও আকাশপথে বিরামহীন গোলা বর্ষণের ফলে পুরোপুরি ব্ল্যাকআউট চলছে। টেলিফোন ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।
সান নিউজ/এএ