আন্তর্জাতিক

ব্যয় কমাতে বিবিসি’র ৪৫০ কর্মী ছাঁটাই! 

আন্তর্জাতিক ডেস্ক:

ব্যয় হ্রাসের পরিকল্পনা ও আধুনিকীকরণের অংশ হিসেবে নিউজ প্রোগ্রামের ৪৫০ জন কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।

সম্প্রতি এক ঘোষণায় এ খবর জানায় আন্তর্জাতিক এ সংবাদ মাধ্যমটি। বিবিসি জানায়, ক্ষতির মুখে ওয়ার্ল্ড সার্ভিস এবং বিবিসি রেডিও ৫ লাইভের ৪৫০ কর্মীকে ছাঁটাই করা হবে। এর ফলে করপোরেশনটির ৮ কোটি পাউন্ড (৮৮০ কোটি টাকা) সাশ্রয় হবে।

গত সপ্তাহে এ খবর ফাঁস হয়। আর তখনই ভিক্টোরিয়া ডার্বিশায়ারের বিবিসি টু প্রোগ্রামে ব্যয় হ্রাসের পরিকল্পনাটি নিশ্চিত হয়েছিল।

বিবিসির বর্তমান পরিচালক লর্ড টনি হল জানিয়েছেন এই গ্রীষ্মে তিনি তার পদ থেকে সরে যাবেন। আর সংস্থাটি নতুন পরিচালকের সন্ধান শুরু করার পরই এই ঘোষণা আসলো।

এর আগে বিবিসির নিউজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ফ্রাঙ্ক আন্সওয়ার্থ তার কর্মীদের ডার্বিশায়ারের দৈনিক ও কারেন্ট অ্যাফেয়ার্স প্রোগ্রাম বন্ধ করার কথা জানান। তিনি বলেন, এটি আমার জন্য একটা কঠিন সিদ্ধান্ত ছিল।

বিবিসির এই সিদ্ধান্ত নিশ্চিত করে আন্সওয়ার্থ বলেন, বিবিসি দৈনিক বিভিন্ন ধরনের শতাধিক সংবাদ প্রচার করছে, যার বড় অংশই সংশ্লিষ্ট শ্রোতাদের কাছে পৌঁছায় না। এখন আমরা কম সংবাদ করব। কারণ, শ্রোতা-পাঠকের সংবাদ সম্পর্কে অভ্যাস পরিবর্তন হয়েছে, আমরা তার শিকার হচ্ছি। এখন ৪৫০ কর্মীকে ছাঁটাই করলে ৮ কোটি পাউন্ড সাশ্রয় হবে, যা বিবিসির মোট ব্যয় সাশ্রয় পরিকল্পনার অর্ধেক।

তিনি আরো বলেন, আমরা এমন একটি নিউজরুম করব, যা অতীতের মতো হবে না, ভবিষ্যতের চাহিদা মেটাবে। টেলিভিশন ও রেডিও প্রচলিত শ্রোতা-দর্শক কমছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা