ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

লাহোরে ৬ শিশুসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন শিশু এবং ৩ জন নারী। এ ঘটনায় বাঁচতে সক্ষম হয়েছেন মাত্র ১ জন।

আরও পড়ুন : লাহোরে ৬ শিশুসহ নিহত ১০

বুধবার (১২ জুলাই) লাহোরের ভাটি গেট এলাকায় এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়, বুধবার লাহোরে একটি বাড়িতে রেফ্রিজারেটরের কম্প্রেসারে বিস্ফোরণ থেকে ভয়াবহ ঐ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশি খুন

আগুনে ৬ শিশু ও ৩ নারীসহ একই পরিবারের ১০ জন সদস্য দগ্ধ হয়ে মারা গেছেন। তবে ভুক্তভোগী ঐ পরিবারের মাত্র ১ জন ভবন থেকে লাফ দিয়ে প্রাণঘাতী আগুন থেকে বাঁচতে সক্ষম হন।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, ধোঁয়া বের হতে দেওয়ার জন্য ঐ বাড়িটিতে বায়ুচলাচলের তেমন সুযোগ নেই বলে জানান উদ্ধারকারী কর্মকর্তারা।

আরও পড়ুন : বিভেদ থাকলে বিজয় অর্জন কঠিন

নিহতদের মধ্যে এ পর্যন্ত যাদের শনাক্ত করা গেছে, তাদের মধ্যে রয়েছেন- আদিল হুসেন, সায়রা বানু, ফারজানা, আম্বার, গজল, ফাতিমা এবং ৭ মাসের একটি শিশু। বাকিদের এখনও শনাক্তকরণের কাজ চলছে।

উদ্ধারকারী দল জানায়, পুড়ে যাওয়া ভবনটি ঠান্ডা করার কাজ চলছে।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন প্রতিনিধিদল

আদিলের বাবা পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজকে জানান, রাত ২ টা ৪৫ মিনিটের দিকে আদিল তাকে ফোন করে সাহায্য চেয়েছিল।

তিনি কথায়, ‘যখন আমরা পৌঁছলাম, তখন কিছুই অবশিষ্ট ছিল না।’

আরও পড়ুন : অনিশ্চয়তার আরেক নাম দুর্বলতা

নিহতদের সম্পর্কে বিস্তারিত জানিয়ে আদিলের বাবা বলেন, তার ছেলে, তার স্ত্রী, পুত্রবধূ ও তার ২ সন্তান ছাড়াও তার বড় মেয়ে ও তার ৪ সন্তান এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত ও আইনি প্রক্রিয়া শেষে ওয়ারিশদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন : সেই সাবেক ওসির ৬ বছরের কারাদণ্ড

এ বিষয়ে লাহোর কমিশনারের কাছে প্রতিবেদন চেয়েছেন পাঞ্জাবের অন্তর্বর্তী মুখ্যমন্ত্রী মহসিন নকভি।

বিষয়টি নিয়ে তিনি ব্যাপক তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই সাথে নিহতের পরিবারের উত্তরাধিকারীদের প্রতি সমবেদনা জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা