ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

লাহোরে ৬ শিশুসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন শিশু এবং ৩ জন নারী। এ ঘটনায় বাঁচতে সক্ষম হয়েছেন মাত্র ১ জন।

আরও পড়ুন : লাহোরে ৬ শিশুসহ নিহত ১০

বুধবার (১২ জুলাই) লাহোরের ভাটি গেট এলাকায় এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়, বুধবার লাহোরে একটি বাড়িতে রেফ্রিজারেটরের কম্প্রেসারে বিস্ফোরণ থেকে ভয়াবহ ঐ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশি খুন

আগুনে ৬ শিশু ও ৩ নারীসহ একই পরিবারের ১০ জন সদস্য দগ্ধ হয়ে মারা গেছেন। তবে ভুক্তভোগী ঐ পরিবারের মাত্র ১ জন ভবন থেকে লাফ দিয়ে প্রাণঘাতী আগুন থেকে বাঁচতে সক্ষম হন।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, ধোঁয়া বের হতে দেওয়ার জন্য ঐ বাড়িটিতে বায়ুচলাচলের তেমন সুযোগ নেই বলে জানান উদ্ধারকারী কর্মকর্তারা।

আরও পড়ুন : বিভেদ থাকলে বিজয় অর্জন কঠিন

নিহতদের মধ্যে এ পর্যন্ত যাদের শনাক্ত করা গেছে, তাদের মধ্যে রয়েছেন- আদিল হুসেন, সায়রা বানু, ফারজানা, আম্বার, গজল, ফাতিমা এবং ৭ মাসের একটি শিশু। বাকিদের এখনও শনাক্তকরণের কাজ চলছে।

উদ্ধারকারী দল জানায়, পুড়ে যাওয়া ভবনটি ঠান্ডা করার কাজ চলছে।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন প্রতিনিধিদল

আদিলের বাবা পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজকে জানান, রাত ২ টা ৪৫ মিনিটের দিকে আদিল তাকে ফোন করে সাহায্য চেয়েছিল।

তিনি কথায়, ‘যখন আমরা পৌঁছলাম, তখন কিছুই অবশিষ্ট ছিল না।’

আরও পড়ুন : অনিশ্চয়তার আরেক নাম দুর্বলতা

নিহতদের সম্পর্কে বিস্তারিত জানিয়ে আদিলের বাবা বলেন, তার ছেলে, তার স্ত্রী, পুত্রবধূ ও তার ২ সন্তান ছাড়াও তার বড় মেয়ে ও তার ৪ সন্তান এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত ও আইনি প্রক্রিয়া শেষে ওয়ারিশদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন : সেই সাবেক ওসির ৬ বছরের কারাদণ্ড

এ বিষয়ে লাহোর কমিশনারের কাছে প্রতিবেদন চেয়েছেন পাঞ্জাবের অন্তর্বর্তী মুখ্যমন্ত্রী মহসিন নকভি।

বিষয়টি নিয়ে তিনি ব্যাপক তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই সাথে নিহতের পরিবারের উত্তরাধিকারীদের প্রতি সমবেদনা জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা