আন্তর্জাতিক ডেস্ক: আগামীকাল চাঁদ দেখা স্বাপেক্ষে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে কবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে তা জানা যাবে।
আরও পড়ুন: ফ্রান্সে ভূমিকম্পের আঘাত
রোববার (১৮ জুন) দেশটিতে ১৪৪৪ হিজরি সনের (আরবি বছরের) এগারোতম মাস জিলকদের ২৯তম দিন পড়বে। এদিন যদি জিলহজের চাঁদ দেখা যায়, তাহলে আগামী ২৮ জুন সৌদিতে ঈদুল আজহা পালন করা হবে।
সৌদি আরবের সুপ্রিম কোর্ট জিলহজ মাসের চাঁদ দেখতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে- যদি কেউ চাঁদ দেখে থাকেন, তাহলে সংবাদটি দ্রুত সময়ের মধ্যে নিকটস্থ আদালতে বা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার মাধ্যমে আদালতকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে মুসলিম নারী ফেডারেল বিচারক
ঈদুল আজহা মুসলিমদের আরেকটি অন্যতম বড় উৎসব। ধর্মীয় নিয়ম অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে পশু কোরবানির মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদ পালন করেন।
সান নিউজ/আর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            