জ্বালানি তেলে নতুন রেকর্ড-২০২২
আন্তর্জাতিক

জ্বালানি তেলে নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক: রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের মূল্য। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৯ বছরের মধ্যে সর্বোচ্চ এবং হিটিং অয়েল বিগত ১৪ বছরের মধ্যে উঠেছে সর্বোচ্চ দামে। এদিকে বিগত ১১ বছরের মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম পর্যালোচনায় দেখা যায়, চলতি ২০২২ সালের শুরু থেকেই জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। জানুয়ারিতে অপরিশোধিত তেলের দাম বাড়ে ১৬ শতাংশের বেশি। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বাড়ে প্রায় সাড়ে ১৫ শতাংশ। আর হিটিং অয়েলের দাম বাড়ে ৫০ শতাংশের ওপরে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। ফলে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বাজার পর্যালোচনায় করে দেখা যায়, আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম বেড়ে হয়েছে ৫ দশমিক ৬৪ ডলার বা ৫ দশমিক শূণ্য ৯ শতাংশ। প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১১৬ দশমিক ১৮ ডলারে উঠেছে। যা ১১ বছরের মধ্যে সর্বোচ্চ।

অন্যদিকে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে হয়েছে ৫ দশমিক ৬৫ ডলার বা ৫ দশমিক শূণ্য ১ শতাংশ। এতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম উঠেছে ১১৮ দশমিক ৫৯ ডলার। যা ২০১৩ সালের পর বা গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ।

আর হিটিং অয়েলের দাম গ্যালন প্রতি দশমিক ২৭ ডলার বা ৭ দশমিক ৮১ শতাংশ বেড়ে ৩ দশমিক ৭৭ ডলারে উঠে এসেছে। বিগত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ দামে উঠেছে হিটিং অয়েল।

প্রসঙ্গত, সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনা মহামারির প্রকোপ ভয়াবহ রূপ নিলে ২০২০ সালের ২০ এপ্রিল বিশ্ববাজারে ইতিহাসের সর্বোচ্চ দরপতনের মধ্যে পড়ে জ্বালানি তেল। ওইদিন প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ঋণাত্মক ৩৭ ডলারের নিচে নেমে যায়।

রেকর্ড এ দরপতনের পরই অবশ্যই তেলের দাম ধীরে ধীরে বাড়তে থাকে। এতে রেকর্ড দরপতনের ধকল সামলে ২০২০ সালের বেশিরভাগ সময় প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৪০ ডলারের আশেপাশে ঘুরপাক খাচ্ছিল।

কিন্তু বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বাড়তে থাকায় এবং লিবিয়ার তেল উত্তোলন বাড়ায় মাঝে বিশ্ববাজারে তেলের বড় দরপতন হয়। ২০২০ সালের অক্টোবরের শেষ সপ্তাহে অপরিশোধিত ও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ১০ শতাংশ কমে যায়।

তবে এ দরপতনের ধকল কাটিয়ে ওই বছরের নভেম্বর থেকে আবার তেলের দাম বাড়তে শুরু করে। অবশ্য প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৫০ ডলারের নিচে থেকেই ২০২০ সাল শেষ হয়।

বিশ্ববাজারে ২০২১ সালের শুরুতেই জ্বালানি তেলের দাম বাড়ার প্রবণতা দেখা যায়। কয়েক দফা দাম বেড়ে করোনার মধ্যে প্রথমবার ২০২১ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৬০ ডলারে উঠে আসে। এর মাধ্যমে মহামারি শুরু হওয়ার আগের দামে ফিরে যায় তেল।

আরও পড়ুন: দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে বদ্ধপরিকর

তবে গত বছরের জুন থেকে তেলের দাম বাড়ার প্রবণতায় নতুন হাওয়া লাগে। ২০১৮ সালের অক্টোবরের পর গত বছরের জুনে করোনার প্রাদুর্ভাবের মধ্যে প্রথমবারের মতো অপরিশোধিত তেলের ব্যারেল ৭৫ ডলারে উঠে আসে।

আরও পড়ুন: ইউক্রেনে ৪৯৮ রুশ সেনা নিহত

জ্বালানি তেলের এ দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে পরের কয়েক মাস। এতে গত বছরের অক্টোবরে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৮০ ডলার স্পর্শ করে। যা ব্যারেলপ্রতি দামে ২০১৪ সালের নভেম্বরের পর ছিল সর্বোচ্চ।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিস্ফোরক মামলায় ৫ ইউপি চেয়ারম্যান আসামি

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে।...

কেশবপুরে ভূমি অফিসের কর্মকর্তার বিরুদ্ধে মারধর ও ঘুষ দাবির অভিযোগ

যশোর জেলার কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সেবা নিতে গিয়ে এক স...

ফুলবাড়ীর পল্লীতে এক অসহায় পরিবারের বাড়ি ভাংচুর ও লুটপাট

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের সেনড়া গ্রামে পূর্বের শত্রুতার জে...

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (২২)...

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ইবি শিক্ষার্থীদের প্রত্যাশা

বাংলাদেশে গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো ভোটাধিকার—নিজেদের প্রতিনিধি নির্...

বিএনপি নেতার নেতৃত্বে ধলেশ্বরী নদীর তীরে মাটি চুরির অভিযোগ

রাতের আঁধারে মুন্সীগঞ্জ সদরের মীরকাদিমে ধলেশ্বরী নদীর তীরবর্তী চরের মাটি চুরি...

বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের ধারা...

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকে আগুন

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছ...

ঢাকা-বরিশাল মহাসড়কে ছাত্রলীগের টায়ার জ্বালিয়ে অবরোধ 

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে নিষি...

শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী মামুন ট্রাইব্যুনালে হাজির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বহুল আলোচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা