যুক্তরাজ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিসের আঘাত, নিহত ১০
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ইউনিসের তাণ্ডব, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চল শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে। ভয়াবহ এই ঘূর্ণিঝড়ের আঘাতে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ঘূর্ণিঝড়টি যুক্তরাজ্যের কর্নওয়ালে আছড়ে পড়ার পর পশ্চিম ইংল্যান্ডে রীতিমতো তাণ্ডব চালিয়েছে।

ঘূর্ণিঝড়ে মৃতদের মধ্যে- লন্ডনে, লিভারপুলে, হ্যাম্পশায়ারে, বেলজিয়ামে ও আয়ারল্যান্ডে একজন করে রয়েছেন। এছাড়াও নেদারল্যান্ডসে গাছ উপড়ে পড়ে ৩ জনের প্রাণহানি ঘটেছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য মতে, ঘূর্ণিঝড়টি ১৯৬ কিলোমিটার গতিতে আঘাত হানে। এতে ভেঙে পড়েছে অসংখ্য প্রাচীন গাছ।

শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে যুক্তরাজ্যের ২ লাখেরও বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আয়ারল্যান্ডে ১ জন মারা গেছেন।

ঝড়ের বেগে লন্ডনের ও-টু অ্যারেনা স্টেডিয়ামের ছাদ উড়ে গেছে। কেঁপে উঠে ক্যানারি ওয়ার্ফের বহুতল ভবনগুলোও।

এদিকে যুক্তরাজ্যে শক্তিশালী এই ঝড়ের কারণে ৪ শ’র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে লন্ডনের গুরুত্বপূর্ণ বিমান বন্দরগুলোতে সব মিলিয়ে দুই লাখ মানুষ আটকে পড়েন। সূত্র: আলজাজিরা, বিবিসি।

বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, বিগত কয়েক দশকের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় ইউনিসের কবল থেকে বাঁচতে যুক্তরাজ্য জুড়ে লাখ লাখ মানুষকে আগেই ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছিল।

ধারণা করা হচ্ছে, ১৯৭৯ সালের পর এটা হবে যুক্তরাজ্যে সর্বোচ্চ বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানা ঝড়। সেবছর ঘণ্টায় ১১৮ মাইল বাতাসের বেগ নিয়ে কর্নওয়ালের গোয়েন্যাপ হেডে আঘাত হেনেছিল ঝড়।

দেশটির বহু জায়গায় রেললাইনের উপর গাছ উপড়ে পড়ে বা অন্যান্য ধ্বংসাবশেষ পড়ে থাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রেল কোম্পানি এ সময় জনগণকে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

বন্ধ ঘোষণা করা হয়েছে ওয়েলস, কর্নওয়েল, ডেভন, সামারসেট, উইল্টশায়ার, হ্যাম্পশায়ার, ডোরসেট এবং ব্রিসটলে শত শত স্কুল।

দেশজুড়ে রেল চলাচল বিঘ্নিত হচ্ছে। ডেভন বন্দরে জাহাজ চলাচল আপাতত সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনে বিস্ফোরণ, উত্তেজনায় নতুন মোড়

এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ঝড়ের কবলে পড়লো যুক্তরাজ্য।

প্রসঙ্গত, দিনকয়েক আগেই ঝড় ডাডলি স্কটল্যান্ড, উত্তর ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের অনেক এলাকাকে দুমড়ে মুচড়ে দিয়েছে, বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ফেলে গিয়েছে কয়েক হাজার ঘর বাড়ি।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা