আন্তর্জাতিক ডেস্ক: জাপানে ‘ডুয়াল মোড ভেহিকেল’ (ডিএমভি) নামে অভিনব যান চলাচল শুরু হয়েছে। যানটির বৈশিষ্ট হলো, বাস হিসাবে রাস্তায় চলবে, আবার ট্রেন হিসাবে রেললাইনে চলতে পারে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, শনিবারই (২৫ ডিসেম্বর) তা প্রথম জনসমক্ষে এসেছে। জাপানের কাইয়ো শহরে প্রথম এ ধরনের যান চলবে। যানটি দেখতে অনেকটা মিনিবাসের মতো। যখন তা রাস্তায় চলবে তখন সাধারণ গাড়ির চাকা ব্যবহার করে ছুটবে। রেললাইনে ছোটার জন্য রয়েছে স্টিলের চাকা।
জানা গেছে, এই যানটি আসা কোস্ট রেল কোম্পানি তৈরি করেছে। ডিএমভি নিয়ে ওই সংস্থার সিইও জানিয়েছেন, কাইয়োর মতো ছোট শহর যেখানে জনসংখ্যা কম, সেখানে এই যান খুব কাজে লাগবে। ছোট শহরে পরিবহণ সংস্থাগুলি লাভের মুখ সে ভাবে দেখতে পায় না। এই যান বদলে দিতে পারে সেই পরিস্থিতি। তিনি আরও বলেছেন, ‘এই যান বাড়ি গিয়ে মানুষকে বাসের মতো তুলে আনতে পারবে। তার পর রেললাইন ধরে গন্তব্যে পৌঁছে দেবে।’
তিনি আরও জানান, ডিভিএমে সর্বোচ্চ ২১ জন যাত্রী বসতে পারেন। রেললাইনে তা সর্বোচ্চ ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দৌঁড়তে পারে। তবে রাস্তায় এর গতি আরও বেশি। রাস্তায় তা ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে যেতে সক্ষম। ডিজেলের মাধ্যমে এই যান চলবে বলেও জানান তিনি।
সান নিউজ/এমকেএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            