আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে হ্যারিকেন আইডার প্রভাবে অতি বর্ষণের জেরে বন্যাজনিত জরুরি অবস্থা (ফ্ল্যাশ ফ্লাড ইমার্জেন্সি) জারি করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য প্রকাশ করেছে।
বুধবার (১ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভারী বৃষ্টিতে সেখানকার রাস্তাঘাট তলিয়ে গেছে। এর মধ্যে হয়ে গেছে একটি টর্নেডোও। অতি বর্ষণজনিত কারণে নিউইয়র্ক সিটির অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো।
নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিও শহরে সতর্কতা জারি করে নগরবাসীকে বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আজ রাতে আমরা ঐতিহাসিক পরিস্থিতির মুখোমুখি হয়েছি। শহরজুড়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। ভারী বর্ষণের কারণে রাস্তাঘাটে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’
এছাড়া, নিউইয়র্কের অধিভুক্ত ৫টি পৌরসভাতেও একই নির্দেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে শহরের ফায়ার সার্ভিস বিভাগ।
ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, নিউইয়র্ক সিটিসহ শহরের অধিভুক্ত ৫টি পৌরসভা থেকেই উদ্ধার বিষয়ক সহায়তা চেয়ে ফোন করছেন বিপদগ্রস্তরা।
শহরটির পাতাল রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অতি বর্ষণ ও বন্যাজনিত কারণে পাতাল রেলসেবা প্রায় বন্ধ অবস্থায় আছে। এছাড়া শহরের দুই প্রধান বিমানবন্দর লা গুয়ারদিয়া এবং জেএফকে ইতোমধ্যে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছে।
নগরবাসীকে সতর্ক করে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর। সেখানে দেখা যাচ্ছে, অতি বৃষ্টির প্রভাবে প্রায় নদীতে রূপ নেয়া রাস্তায় ঠায় দাঁড়িয়ে আছে গাড়িগুলো। নিউইয়র্ক শহরের কুইন্স পৌরসভার চিত্র এটি।
ভিডিওটি টুইট করে আবহাওয়া দফতর সতর্কবার্তায় বলেছে, ‘এই পানি যথেষ্ট গভীর। যদি ডুবতে না চান, গাড়ি ঘুরিয়ে নিন।’
সান নিউজ/এনএএম/ এমবি
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            