আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে ১০ দিনের লকডাউন জারি করেছে শ্রীলঙ্কার সরকার।

২০ আগস্ট (শুক্রবার) রাত থেকে শুরু হবে এই লকডাউন, চলবে ৩০ আগস্ট (সোমবার) পর্যন্ত।

শুক্রবার এক টুইটে এ তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলা।

টুইটবার্তায় তিনি বলেন, ‘আজ (২০ আগস্ট) রাত ১০ টা থেকে আগামী সোমবার (৩০ আগস্ট) পর্যন্ত দেশজুড়ে লকডাউন জারি থাকবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, ব্যাংক ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সবক্ষেত্রে লকডাউন কার্যকর হবে।’

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউন জারি এবং এতে জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়ে শুক্রবার সন্ধ্যার পর টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষন দেবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

করোনার অতি সংক্রামক ধরন ডেল্টার প্রভাবে গত এক মাস ধরে করোনা সংক্রমণ বাড়ছে শ্রীলঙ্কায়।

বৃহস্পতিবার দেশটিতে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩ হাজার ৭৯৩ জন এবং মৃতের সংখ্যা ছিল ১৮৭ জন, যা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত শ্রীলঙ্কায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের রেকর্ড।

৩ কোটি ২০ লাখ মানুষ অধ্যুষিত শ্রীলঙ্কার প্রতিটি হাসপাতাল বর্তমানে উপচে পড়ছে করোনা রোগীদের ভিড়ে।

সংক্রমণ ঊর্ধ্বমূখী হওয়ায় ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, জিম, সুইমিং পুল, বিবাহ অনুষ্ঠান ও সঙ্গীত কনসার্ট বন্ধ ঘোষণা করেছে শ্রীলঙ্কার সরকার। গত সোমবার থেকে রাত্রিকালীন কারফিউও জারি করা হয়েছে।

কিন্তু তারপরও করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হ্রাস না পাওয়ায় দেশটির স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা লকডাউন জারি করার আহ্বান জানিয়ে আসছিলেন। অবশেষে শুক্রবার তা ঘোষণা করল সরকার।

শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভারত মহাসাগরের তীরবর্তী এই দ্বীপরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ লাখ ৭২ হাজার ৭৯ জন এবং মারা গেছেন মোট ৬ হাজার ৬০৬ জন।

সূত্র : রয়টার্স

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম...

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

টাইব্রেকারে সুপার কাপ জয় পিএসজির

৮৪ মিনিট পর্যন্তও ২-০ গোলে পিছিয়ে ছিল পিএসজি। টটেনহাম বোধ হয় শিরোপায় এক হাত দ...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা