আন্তর্জাতিক

ভুয়া টিকায় ক্ষতিগ্রস্ত ভারত

সান নিউজ ডেস্ক : সম্প্রতি মুম্বাই ও কলকাতার মতো শহরে নকল টিকাদান কর্মসূচি দেখে গোটা ভারত স্তম্ভিত হয়ে গেছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কোভিড টিকা পেতে মরিয়া কয়েক হাজার মানুষ এই ভুয়া টিকাদান কর্মসূচির শিকার হয়েছেন।

পশ্চিমবঙ্গে দেবাঞ্জন দেব নামে এক নকল আইএএস অফিসার ২ হাজার মানুষকে ভুয়া টিকা দিয়েছেন। টিকাগ্রহীতাদের তালিকায় আছেন একজন সাংসদও। মুম্বাইয়ে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আয়োজনে নয়টি অননুমোদিত টিকাদান শিবিরে কমপক্ষে ২০৫৩ জন মানুষকে ভুয়া কোভিড টিকা দেয়া হয়েছে।

পুলিশ জানতে পেরেছে যে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের লেবেল সাঁটা সবগুলো ভ্যাকসিনের শিশিই নকল। ওগুলোর ভেতর ছিল আমিকাচিন- ব্যাকটেরিয়া সংক্রমণ সারানোর অ্যান্টিবায়োটিক।

এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেবের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগও আনা হয়েছে।

ঘটনার নেপথ্যে : এক পুলিশ কর্মকর্তা জানান, 'এই জাল টিকাদান শিবিরের সঙ্গে একটি সুসংগঠিত চক্র জড়িত। এখন থেকে আমাদের সতর্ক থাকতে হবে।'

সরকার অবশ্য এসব জালিয়াতিকে 'বিচ্ছিন্ন ঘটনা' বলে কেলেঙ্কারিগুলোকে ধামাচাপা দিতে চেষ্টা করছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব লাভ আগারওয়াল বলেন, 'আমরা ৩৩ কোটির বেশি লোককে টিকা দিয়েছি। কোউইন অ্যাপ থেকে আপনার কাছে কোনো মেসেজ না গেলেই এ ধরনের জালিয়াতি আপনি ধরে ফেলতে পারবেন। যে রাজ্য কর্তৃপক্ষ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি।'

পশ্চিমবঙ্গ সরকার বেসরকারি ও সরকারি হাসপাতাল ছাড়া আর সব জায়গার টিকাদান কেন্দ্র বাজেয়াপ্ত করে দিয়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর টিকাদান শিবিরের নির্দেশনাবলি আবার যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।

কলকাতার এক স্বাস্থ্য কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ডয়েচে ভেলেকে বলেছেন, 'এসব ঘটনা মানুষকে কাঁপিয়ে দিয়েছে। খুব সতর্কতার সঙ্গে এই টিকাদান শিবিরগুলো ফের চালু করতে হবে।'

টিকাদানে ধীরগতি : বিশেষজ্ঞরা বলছেন টিকা উৎপাদনের ধীরগতি এবং সরকারের অ্যাপের মাধ্যমে টিকা গ্রহণের দীর্ঘ যন্ত্রণাদায়ক পদ্ধতির কারণে মানুষ হতাশ হয়ে পড়ছে। এ হতাশাকে টাকা কামানোর সুযোগ হিসেবে নিয়েছে অপরাধীরা।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভারতে অগ্রাধিকারের ভিত্তিতে যে ৩০ কোটি মানুষকে টিকা দিতে হবে, তাদের জন্য কমপক্ষে ১ লক্ষ ৩০ হাজার থেকে ৪০ হাজার টিকাদান কেন্দ্র, ১ লক্ষেরও বেশি পেশাদার স্বাস্থ্যকর্মী এবং ২ লক্ষ সহায়ক কর্মী প্রয়োজন।

দীর্ঘদিনের সমস্যা : কম্পিউটার সফটওয়্যার সংস্থা ম্যাকাফির তথ্যানুসারে, ভুয়া অ্যাপের মাধ্যমে মানুষকে টিকা দেওয়ার প্রলোভন দেখানোর জন্য যেসব দেশকে টার্গেট করা হয়েছে, সেগুলোর মধে শীর্ষে আছে ভারত ও চিলি।

গত এপ্রিলের এক প্রতিবেদনে কোম্পানিটি বলেছে, সাইবার-অপরাধীরা ভুয়া অ্যাপ, টেক্সট মেসেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে 'ইনভাইটেশনের' মাধ্যমে বিশ্বজুড়ে টিকা নেওয়ার জন্য উদগ্রীব মানুষদের প্রলুব্ধ করছে।

বিশ্লেষকরা বলছেন, নিরাপদ টিকাদান নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষ, সরবরাহকারী, ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ও টিকাগ্রহীতাদের একসঙ্গে কাজ করতে হবে।

ভুয়া টিকা ছাড়াও কোভিডের নকল ওষুধও ছড়িয়ে পড়েছে সারা ভারতে। একটি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালে ভারতে বিক্রি হওয়া মোট ওষুধপণ্যের ২০ শতাংশই ভুয়া ছিল।

সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের ২০১৫ সালের সমীক্ষায় দেখা গেছে, ভারতে জেনেরিক ড্রাগের ৪.৫ শতাংশই হয় নকল নয়তো নিম্নমানের। সূত্র: ডয়েচে ভেলে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষ...

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ইসলাম...

বাগেরহাটের কলার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার দাম ভালো পাওয়ায়...

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের ঘটনা

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের গণহত্যার ঘটনা এমন মন্তব্য কর...

একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ ও এনসিপি

সম্প্রতি গুঞ্জন উঠে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে। তবে...

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন...

আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ, সরকার নয়: এজেডএম জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার ব...

জামায়াত আমিরের সাথে সুইডেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনে...

দেশে ভূমিধস-জলাবদ্ধতার শঙ্কা, ৮ বিভাগেই ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় রা...

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই

রাজনৈতিক কার্যক্রমে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা