ইন্টারন্যাশনাল ডেস্ক:
১৮০ জন আরোহী নিয়ে ইউক্রেন এয়ারলাইন্সের একটি প্লেন বিধ্বস্ত হয়েছে ইরানে।বুধবার (৮ জানুয়ারী) দেশটির রাজধানী তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় এই দুর্ঘটনা ঘটে। ইরানের আধাসরকারী সংবাদমাধ্যম আইএসএনএ’র সূত্রে এ খবর জানা গেছে।
তেহরানের বিমানবন্দর থেকে উড্ডয়নকালে যান্ত্রিক ক্রুটির কারণে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ মডেলের একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। প্লেনটিতে যাত্রী-ক্রু মিলে মোট ১৮০ জন আরোহী ছিল। প্লেনটি ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরেই সেটি বিধ্বস্ত হয়।
এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা, সেই ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।