আন্তর্জাতিক

ইরানকে উদ্দেশ্য করে সিরিয়ায় বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক : বাইডেনের ক্ষমতা গ্রহণের পর প্রথম ইরানকে উদ্দেশ্যে করে সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্টের নির্দেশে গত বৃহস্পতিবার দেশটিতে ইরানপন্থী যোদ্ধাদের বেশ কিছু সামরিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।

এ হামলার কারনে নিজের দেশেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বাইডেন। তবে প্রেসিডেন্ট বাইডেন এক প্রতিক্রিয়ায় জানান, এ হামলা ইরানের জন্য সতর্কবার্তা।

শুক্রবার ( ২৬ ফেব্রুয়ারি) টেক্সাসের পথে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরান বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘তোমরা যা ইচ্ছে করতে পারবে না। তার আগে, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে বৃহস্পতিবার রাতে সিরিয়ায় বেশ কিছু সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।

এতে অন্তত ১৭ জন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। যুক্তরাষ্ট্রের দাবি, স্থাপনাগুলো ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ব্যবহার করে আসছে। সম্প্রতি ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে রকেট হামলার জবাবে এই বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন।

তবে ইরাকে হামলার জবাবে সিরিয়ায় হামলার বিষয়ে সমালোচকেরা বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বাইডেনের নিজ দল ডেমোক্র্যাটিক পার্টির কিছু সদস্যই এর সমালোচনা করেছেন। আবার বিরোধী দল রিপাবলিকান পার্টির আইন প্রণেতা ও সিনেটররা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন প্যাসকি বলেছেন, অভ্যন্তরীণ আইনের বিষয় হলে মার্কিন কর্মকর্তাদের রক্ষায় অনুচ্ছেদ ২ ক্ষমতাবলে এই পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট। মার্কিন স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এবং আগামীতে আরও আক্রমণের ঝুঁকি প্রতিহত করতে এটি বেছে নেওয়া হয়েছে।

প্যাসকির দাবি, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের এই হামলা আত্মরক্ষার অধিকার অনুসারে আন্তর্জাতিক আইনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সাংবাদিকদের বলেছেন, গত বৃহস্পতিবার সিরিয়ায় হামলা হয়েছিল তার পরামর্শে।

তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে, আমাদের লক্ষ্য সঠিক ছিল। তবে বিদেশে মার্কিন বাহিনীর কর্মকাণ্ডের কড়া সমালোচক সিনেটর টিম কেইন কংগ্রেসের অনুমোদন ছাড়াই সিরিয়ায় হামলা চালানোর বিষয়ে বাইডেন প্রশাসনকে যুক্তিসঙ্গত কারণ উপস্থাপনের দাবি জানিয়েছেন।

এক বিবৃতিতে কেইনের অফিস থেকে বলা হয়েছে, কংগ্রেসনের অনুমোদন ছাড়া আপত্তিকর সামরিক পদক্ষেপ অস্বাভাবিক পরিস্থিতিতে সাংবিধানিক অনুপস্থিতি নয়। সূত্র: আল এ্যারাবিয়া।

সান নিউজ/এসএ

সিরিয়ায় বিমান হামলার উদ্দেশ্য ইরানকে হুশিয়ারি : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : বাইডেনের ক্ষমতা গ্রহনের পর প্রথম ইরানকে উদ্দেশ্যে করে সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্টের নির্দেশে গত বৃহস্পতিবার দেশটিতে ইরানপন্থী যোদ্ধাদের বেশ কিছু সামরিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।

এ হামলার কারনে নিজের দেশেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বাইডেন। তবে প্রেসিডেন্ট বাইডেন এক প্রতিক্রিয়ায় জানান, এ হামলা ইরানের জন্য সতর্কবার্তা।

শুক্রবার ( ২৬ ফেব্রুয়ারি) টেক্সাসের পথে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরান বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘তোমরা যা ইচ্ছে করতে পারবে না। তার আগে, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে বৃহস্পতিবার রাতে সিরিয়ায় বেশ কিছু সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।

এতে অন্তত ১৭ জন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। যুক্তরাষ্ট্রের দাবি, স্থাপনাগুলো ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ব্যবহার করে আসছে। সম্প্রতি ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে রকেট হামলার জবাবে এই বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন।

তবে ইরাকে হামলার জবাবে সিরিয়ায় হামলার বিষয়ে সমালোচকেরা বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বাইডেনের নিজ দল ডেমোক্র্যাটিক পার্টির কিছু সদস্যই এর সমালোচনা করেছেন। আবার বিরোধী দল রিপাবলিকান পার্টির আইন প্রণেতা ও সিনেটররা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন প্যাসকি বলেছেন, অভ্যন্তরীণ আইনের বিষয় হলে মার্কিন কর্মকর্তাদের রক্ষায় অনুচ্ছেদ ২ ক্ষমতাবলে এই পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট। মার্কিন স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এবং আগামীতে আরও আক্রমণের ঝুঁকি প্রতিহত করতে এটি বেছে নেওয়া হয়েছে।

প্যাসকির দাবি, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের এই হামলা আত্মরক্ষার অধিকার অনুসারে আন্তর্জাতিক আইনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সাংবাদিকদের বলেছেন, গত বৃহস্পতিবার সিরিয়ায় হামলা হয়েছিল তার পরামর্শে।

তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে, আমাদের লক্ষ্য সঠিক ছিল। তবে বিদেশে মার্কিন বাহিনীর কর্মকাণ্ডের কড়া সমালোচক সিনেটর টিম কেইন কংগ্রেসের অনুমোদন ছাড়াই সিরিয়ায় হামলা চালানোর বিষয়ে বাইডেন প্রশাসনকে যুক্তিসঙ্গত কারণ উপস্থাপনের দাবি জানিয়েছেন।

এক বিবৃতিতে কেইনের অফিস থেকে বলা হয়েছে, কংগ্রেসনের অনুমোদন ছাড়া আপত্তিকর সামরিক পদক্ষেপ অস্বাভাবিক পরিস্থিতিতে সাংবিধানিক অনুপস্থিতি নয়। সূত্র: আল এ্যারাবিয়া।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূমি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, নীরব প্রশাসন; ফুঁসছে জনগন!

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের জারিকারক লুৎফা আক্তার (৪৫)...

ছাত্রলীগ সভাপতির বসতঘরে আগুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির...

রামগড়ে অবৈধ ইন্টারনেট সরঞ্জামসহ তিনজন আটক

খাগড়াছড়ির রামগড়ে খান কমপ্লেক্সের চতুর্থ তলার একটি কক্ষ থেকে অবৈধ ইন্টারনেট...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

প্রাকৃতিক উদ্ভিদে নিরাপদ খাদ্যের উৎস !

পার্বত্য চট্টগ্রামের উঁচু–নিচু পাহাড়ে বা সাধারণত জমির আশেপাশে সবজি ক্ষে...

মধুখালীতে ৬৫ পিস ইয়াবাসহ আটক যুবক

ফরিদপুরের মধুখালীর কুখ্যাত ডাকাত ও একাধিক মামলার পলাতক আসামি মোঃ রানা (২৬) কে...

হাতের অপারেশন করাতে গিয়ে প্রাণ গেল নারীর

নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে ভুল চিকিৎসায় রাবেয়া বেগম (৪৮) নামে...

মাদারীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য আটক

মাদারীপুর সরকারি কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুস সো...

প্রাকৃতিক উদ্ভিদে নিরাপদ খাদ্যের উৎস !

পার্বত্য চট্টগ্রামের উঁচু–নিচু পাহাড়ে বা সাধারণত জমির আশেপাশে সবজি ক্ষে...

লকডাউনের আজাহার দিনে বিএনপি, রাতে আ. লীগ

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের লকডাউন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা