রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দাবি করেছে ইউক্রেনের ২৫১টি ড্রোন ভূপাতিত করেছে তারা।
সোমবার (৬ অক্টোবর) এই ড্রোনগুলোর বেশিরভাগ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গুলি করে নামানো হয়েছে। এর মধ্যে ৬১টি কৃষ্ণসাগরের আকাশে এবং একটি মস্কোর দিকে যাচ্ছিল বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এ বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ মন্ত্রণালয় শুধু ধ্বংস করা ড্রোনের সংখ্যাই জানিয়েছে, কিন্তু ইউক্রেন কতগুলো ড্রোন নিক্ষেপ করেছিল সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানানো হয়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায়।
সাননিউজ/আরআরপি