ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে বহু বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, প্রাথমিক চিকিৎসা কর্মীরা বলেছেন, মধ্য ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং অনেক বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত বাড়ির ধ্বংসস্তূপে দুজন চাপা পড়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৪ জন। তাদের মধ্যে ৬০ বছর বয়সী একজন নারীর অবস্থা গুরুতর। তাকে স্থানীয় ওল্ফসন মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।

আরেক ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ জানিয়েছে, মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ২০ জন আহত হয়েছে। সেখানে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোরে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা এই তথ্য জানিয়েছে।

এ নিয়ে ইসরায়েলে নিহতের সংখ্যা দুজনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ।

এদিকে, ইসরায়েলের জাতীয় জরুরি প্রাক-হাসপাতাল চিকিৎসা ও রক্ত পরিষেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’ বলেছে, মধ্য ইসরায়েলে তাদের চিকিৎসকরা হালকা থেকে মাঝারি ধরনের আঘাতপ্রাপ্ত ১০ জন ব্যক্তিকে চিকিৎসা দিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জনের অধিক।

এদিকে, জেরুজালেমের আকাশে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানি ক্ষেপণাস্ত্রের নতুন ঢেউয়ের সতর্কবার্তা দেওয়ার পর এই বিস্ফোরণ ঘটে।

আইডিএফ এক বিবৃতিতে জানায়, “ইসরায়েলের দিকে আরও একটি ক্ষেপণাস্ত্রের ব্যারেজ নিক্ষেপ করা হয়েছে। প্রতিরক্ষা বাহিনী সেগুলো ভূপাতিত করতে কাজ করছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় অবস্থিত সামরিক, পারমাণবিক কেন্দ্রসহ অন্যান্য স্থাপনায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানীসহ ৭৮ জন নিহত হয়। আহত হয় ৩২০ জন।

এর জবাবে শুক্রবার দিন ও দিবাগত রাতে ইসরায়েলজুড়ে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সূত্র: টাইমস অব ইসরায়েল

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা