শহীদের রক্তের বদলা নেওয়া হবে: আজারবাইজানের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক

শহীদের রক্তের বদলা নেওয়া হবে: আজারবাইজানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:

এশিয়ার দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজান। প্রতিবেশী দেশ হলেও বহুদিন ধরেই দু'দেশের মধ্যে বৈরি সম্পর্ক বিরাজমান। সেই বৈরিতায় ফের আগুন জ্বলছে দুটি দেশের মাঝে। বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে ব্যাপক যুদ্ধ ছড়িয়ে পড়েছে। ভয়াবহ এ সংঘাতের জন্য একে অপরকে দায়ী করছে দু’পক্ষে। সংঘাতের কারণে হতাহতের ঘটনা ঘটেছে দুই দেশেই। রবিবার (২৭ সেপ্টেম্বর) সারাদিনব্যাপিই স্থানীয় সকল গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে।

এরই মধ্যে, হামলার ঘটনায় হুঁশিয়ারি দিয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, যারা আজারবাইজানকে ভয় দেখানোর চেষ্টা করছে, তাদের আফসোস করতে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) আর্মেনিয়ার সেনাবাহিনীর ব্যাপক সামরিক উস্কানির পরে তিনি এই মন্তব্য করেন।

জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, আর্মেনিয়ার সশস্ত্রবাহিনী আজারবাইজানের বসতি এবং সামরিক স্থাপনায় বিভিন্ন দিকে থেকে ভারী গোলাবরুদসহ নানাধরনের অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। ‘শত্রুর হামলায় সাধারণ নাগরিক এবং আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা হতাহত হয়েছে। কিছু মানুষ আহত হয়েছে। আল্লাহ শহীদদের শান্তিতে রাখুন।’ তবে হতাহতের সুনির্দিষ্ট কোনো সংখ্যা তিনি উল্লেখ করেননি।

এ সময়ে তিনি আরও বলেন, আমাদের সেনাবাহিনী আর্মেনিয়ার সামরিক অবস্থান লক্ষ্য করে প্রতিশোধমূল হামলা অব্যাহত রেখেছে। তাদের অনেক সামরিক সরঞ্জাম ধ্বংস করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে দেশ দু’টির মধ্যে নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে বিরোধ চলে আসছে। দু’পক্ষই অঞ্চলটি নিজেদের বলে দাবি করে আসছে। এর মধ্যে ১৯৯১ সাল থেকে আর্মেনিয়ার সেনাবাহিনী অবৈধভাবে কারাবাখ দখল করছে। যা আন্তর্জাতিকভাবে আজারবাইজানের স্বীকৃতি অঞ্চল।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে শীতকালীন সবজির বাম্পার ফলনের সম্ভাবনা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেব...

খেজুরের যত গুণ ও উপকারিতা

খেজুর পৃথিবীর অন্যতম প্রাচীন ও পুষ্টিকর ফল। এটি শুধু একটি সাধারণ খাদ্য নয়, বর...

১৭৯ রানের দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের 

দাপুটে পারফরম্যান্সে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো ক্যাশলেস ক্যাম্পাস

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও মাস্টারকার্ড যৌথভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে...

পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না

প্রয়োজনে আমাদের পথে নামতে হবে পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা