শহীদের রক্তের বদলা নেওয়া হবে: আজারবাইজানের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক

শহীদের রক্তের বদলা নেওয়া হবে: আজারবাইজানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:

এশিয়ার দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজান। প্রতিবেশী দেশ হলেও বহুদিন ধরেই দু'দেশের মধ্যে বৈরি সম্পর্ক বিরাজমান। সেই বৈরিতায় ফের আগুন জ্বলছে দুটি দেশের মাঝে। বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে ব্যাপক যুদ্ধ ছড়িয়ে পড়েছে। ভয়াবহ এ সংঘাতের জন্য একে অপরকে দায়ী করছে দু’পক্ষে। সংঘাতের কারণে হতাহতের ঘটনা ঘটেছে দুই দেশেই। রবিবার (২৭ সেপ্টেম্বর) সারাদিনব্যাপিই স্থানীয় সকল গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে।

এরই মধ্যে, হামলার ঘটনায় হুঁশিয়ারি দিয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, যারা আজারবাইজানকে ভয় দেখানোর চেষ্টা করছে, তাদের আফসোস করতে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) আর্মেনিয়ার সেনাবাহিনীর ব্যাপক সামরিক উস্কানির পরে তিনি এই মন্তব্য করেন।

জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, আর্মেনিয়ার সশস্ত্রবাহিনী আজারবাইজানের বসতি এবং সামরিক স্থাপনায় বিভিন্ন দিকে থেকে ভারী গোলাবরুদসহ নানাধরনের অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। ‘শত্রুর হামলায় সাধারণ নাগরিক এবং আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা হতাহত হয়েছে। কিছু মানুষ আহত হয়েছে। আল্লাহ শহীদদের শান্তিতে রাখুন।’ তবে হতাহতের সুনির্দিষ্ট কোনো সংখ্যা তিনি উল্লেখ করেননি।

এ সময়ে তিনি আরও বলেন, আমাদের সেনাবাহিনী আর্মেনিয়ার সামরিক অবস্থান লক্ষ্য করে প্রতিশোধমূল হামলা অব্যাহত রেখেছে। তাদের অনেক সামরিক সরঞ্জাম ধ্বংস করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে দেশ দু’টির মধ্যে নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে বিরোধ চলে আসছে। দু’পক্ষই অঞ্চলটি নিজেদের বলে দাবি করে আসছে। এর মধ্যে ১৯৯১ সাল থেকে আর্মেনিয়ার সেনাবাহিনী অবৈধভাবে কারাবাখ দখল করছে। যা আন্তর্জাতিকভাবে আজারবাইজানের স্বীকৃতি অঞ্চল।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা